কোপা আমেরিকা
সহিংসতা-মুক্ত কোপা আমেরিকার ফাইনালের আহ্বান জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
Published : 14 Jul 2024, 12:10 PM
গ্যালারিতে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে তদন্তের মুখে থাকা উরুগুয়ের খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে উরুগুয়ে। ম্যাচ শেষে দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেস, রদ্রিগো বেন্তানকুরসহ দেশটির বেশ কয়েকজন ফুটবলারকে গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায়। এই অংশেই বসেছিলেন উরুগুয়ে খেলোয়াড়দের স্বজনরা।
গত নভেম্বরে প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয় স্কালোনি, মার্তিনেসদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের উপর চড়াও হয় ব্রাজিল পুলিশ। গ্যালারির সেই অংশে ছিলেন খেলোয়াড়দের স্বজনরাও।
সেই ম্যাচের কথা মনে করে স্কালোনি বললেন, ফুটবলে কোনো ধরনের সংঘর্ষের পক্ষপাতি নন তিনি। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ ফুটবলপ্রেমীদের শান্ত থেকে উদযাপনের তাগিদও দিলেন।
“উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচে যা ঘটেছে, এই প্রসঙ্গে আগামীকালের ফাইনাল নিয়ে বলতে চাই, আগামীকাল হওয়া উচিত শিরোপার জন্য লড়াইয়ের খুশি উদযাপন। আমি মনে করি, এটাই হবে আমাদের উদযাপন। (উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের) ছবি খুবই বেদনাদায়ক। আমি মনে করি, যে কেউই ওই পরিস্থিতিতে একইভাবে প্রতিক্রিয়া দেখাত।”
“মারাকানায় আমরা একই পরিস্থিতিতে পড়েছিলাম। যখন গ্যালারিতে আমাদের স্বজনদের দেখেছিলাম। আমরা তাদের ড্রেসিং রুমে সরিয়ে এনেছিলাম। জঘন্য এক পরিস্থিতি ছিল সেটা। আমি জানি না, দোষটা কার। তবে নিজের পরিবারকে হট্টগোলের মধ্যে দেখলে যে কেউ মরিয়া হয়ে যাবে।”
খেলোয়াড়রাই যে ফুটবলের মূল আকর্ষণ এবং অনেকের আদর্শ সেই কথা মনে রেখেও নুনেস-হিমেনেসদের পক্ষেই বললেন স্কালোনি।
“যখন এই ধরনের ঘটনা ঘটে আমার মনে হয় না, খুব বেশি মানুষ এর চেয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাত। আমি মনে করি, সাধারণ একজন মানুষ ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখাত যেভাবে ওরা (ফুটবলারা) দেখিয়েছে।”
“আমি সত্যিই মনে করি, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকদের কালকের ফাইনাল উদযাপন করা উচিত। দুই দলের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবে। কেউ একজন আরেকজনকে বিদ্রুপ করায় এমন কিছু ঘটার কথা আমরা চিন্তাও করতে পারি না। এখান থেকে আমাদের সব সময়ের জন্য শিক্ষা নিতে হবে।”
ফাইনালে কোনোভাবেই সেদিনের ঘটনার পুনরাবৃত্তি চান না জানিয়ে দুই দলের সমর্থকদের বারবার শান্ত থাকার আহ্বান জানান স্কালোনি। তার সঙ্গে সুর মেলানো গোলরক্ষক মার্তিনেসও মারাকানার ঘটনায় ফিরে তাকিয়ে উরুগুয়ের খেলোয়াড়দের পাশে দাঁড়ান।
“আমার মনে হয়, এই বিষয়ে স্কালোনি ভালোভাবেই বলেছেন। আমাদের সঙ্গেও ব্রাজিলে এই ঘটনা ঘটেছিল। গ্যালারিতে আমার পরিবারের সদস্যরা ছিল, ওদের কাছাকাছি জায়গাতেই ওই ঘটনা ঘটেছিল। তরুণ আর নারীদের (ব্রাজিল পুলিশের) লাঠি পেটা দেখা ভয়ানক অভিজ্ঞতা। যখন দেখবেন আপনার নারী কিংবা আপনার মা-বাবা আক্রান্ত হয়েছে অবশ্যই দারউইন ও (মাথিয়াস) অলিভেরা এবং অন্য খেলোয়াড়রা যা করেছে আপনিও তা করবেন। অবশ্যই এমন কিছু দেখা খুব বেদনাদায়ক তবে আমি বলতে পারি, আমিও হয়তো একই কাজ করতাম। তাই অবশ্যই আমি উরুগুয়ের খেলোয়াড়দের সমর্থন করছি।”
“কাল ফাইনাল তাই উত্তেজনা থাকবে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। সমর্থকরা হয়তো আরও বেশি অ্যালকোহল গিলবে। তাই আমি মনে করি, আরও বেশি নিরাপত্তা থাকা প্রয়োজন। লড়াই এড়ানোর জন্য এবং ফাইনাল উপভোগ করার জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ার ভক্তদের পৃথক করার চেষ্টা করা। লড়াইয়ে মনোযোগ না দিয়ে ফাইনালে আসা দু্ দলকে উপভোগ করার সময় এটা।”
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।