বাংলাদেশ ফুটবল
খেলোয়াড় না ছাড়ায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ‘জাতীয় স্বার্থ ভূলুণ্ঠিত’ করার অভিযোগ এনেছেন মারুফুল; এক চিঠিতে তাকে ‘অপেশাদার’ বলে তীর্যক মন্তব্য ক্লাবের।
Published : 16 Sep 2024, 11:12 PM
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য বসুন্ধরা কিংসের খেলোয়াড় না ছাড়া নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। বাফুফের কাছে পাঠানো চিঠিতে তারা কোচ মারুফুল হককে ‘অপেশাদার’ বলে মন্তব্য করেছে। পাল্টা জবাবে যথাসময়ে খেলোয়াড় না ছাড়ায় ক্লাবটির বিরুদ্ধে ‘জাতীয় স্বার্থ ভূলুণ্ঠিত’ করার অভিযোগ এনেছেন মারুফুল।
আগামী ২১ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে এই প্রতিযোগিতার বাছাই। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটান। বাছাই সামনে রেখে বুয়েট মাঠে মারুফুলের অধীনে প্রস্তুতি নিচ্ছে দল।
কিংসের ছয় ফুটবলার- গোলরক্ষক মোহাম্মদ আসিফ, ডিফেন্ডার রিমন হোসেন, মিডফিল্ডার মজিবুর রহমান জনি, চন্দন রায়, মহসিন আহমেদ এবং ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুলকে যুব দলের প্রস্তুতিতে রাখতে চেয়েছিলেন মারুফুল। এদের মধ্যে রাব্বী চোটে ভুগছেন, জনি অসুস্থ।
বাকি চার জনের মধ্যে আসিফ ও মহসীন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। চন্দন ও রিমনকে পরে ছাড়তে চেয়েছিল বসুন্ধরা কিংস। দুই দিন অনুশীলনের পর কোচের কথা অনুযায়ী আসিফ ও মহসীন ক্লাবে ফিরে যান বলে দাবি কিংসের।
এই প্রেক্ষাপটে বসুন্ধরা কিংসের সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বাফুফের কাছে নিজেদের অবস্থান তুলে ধরে ক্লাবটি। সেখানে মারুফুলের আচরণকে ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়। বাফুফেকে এ বিষয়ে ‘কঠোর’ হওয়ার বার্তা দিয়ে বলা হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সংস্থাটির সঙ্গে বসুন্ধরা কিংসের সম্পর্কে ‘নেতিবাচক’ প্রভাব পড়বে।
কিংসের চিঠির প্রেক্ষিতে লিখিত জবাব দিয়েছেন মারুফুল। কদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে আসা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ চিঠিতে হতাশা ও ক্ষোভ উগরে দিয়েছেন।
“বসুন্ধরা কিংস তাদের পত্রে উল্লেখ করেছে যে, আমি অপেশাদার কোচ। আমার প্রশ্ন হলো, দেশের সর্বোচ্চ পেশাদার ক্লাব দাবিকৃত একটি ক্লাব জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্লাব স্বার্থকে সর্বাগ্রে নিয়ে এসে নিজেদের পেশাদারিত্বের কি প্রমাণ দিচ্ছে। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে, বসুন্ধরা কিংস জাতীয় স্বার্থ ভূলুণ্ঠিত করেছে।”
বয়সভিত্তিক এই দলে জায়গা পাওয়া মোহামেডানের সাত জন, আবাহনী ও বাংলাদেশ পুলিশ এফসি দুই জন করে খেলোয়াড় আগে থেকেই ক্লাবগুলো ছেড়ে দিয়েছিল। মারুফুল চেয়েছিলেন, কিংসের খেলোয়াড়সহ সবাইকে নিয়ে আরেকটু বেশি সময় ধরে প্রস্তুতি নিতে।
কিংসের খেলোয়াড় ছাড়াই দল দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মারুফুল। সেখানে তিনি লিখেছেন, খেলোয়াড় ছাড়ার বিষয়ে বসুন্ধরা কিংসের কাছ থেকে ‘সাড়া না পেয়ে’ দল চূড়ান্ত করতে হয়েছে। আসিফ ও মহসিনকে বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘অপেক্ষাকৃত ম্যাচফিট খেলোয়াড়’ বেছে নেওয়ার কথা।
বসুন্ধরা কিংসের বক্তব্যের নিন্দা জানিয়ে মারুফুল ক্লাবটি তাদের বক্তব্য প্রত্যাহার না করলে ‘আইনি ব্যবস্থা’ নেওয়ার কথাও বলেছেন। জবাবের শেষে জাতীয় দলের এই সাবেক কোচ এটাও লিখেছেন, দেশের ফুটবলের স্বার্থে অনূর্ধ্ব-২০ দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত আছেন তিনি।