এশিয়ান কাপ বাছাই
অনুশীলনে নামার আগেই কোচ হাভিয়ের কাবরেরা দলকে ভারত ম্যাচের লক্ষ্য ও পরিকল্পনা জানিয়ে দিয়েছেন, বললেন ডিফেন্ডার রহমত মিয়া।
Published : 01 Mar 2025, 08:15 PM
প্রথম দিনের প্রস্তুতিতে মাঠে নামার আগের রাতে হয় টিম মিটিং। সেখানে ভারত ম্যাচ সামনে রেখে নিজের পরিকল্পনা, চাওয়া তুলে ধরেন কোচ হাভিয়ের কাবরেরা। ডিফেন্ডার রহমত মিয়া বললেন, লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন তারা।
শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন করেছে দল।
আগেই লক্ষ্য ও পরিকল্পনা জানিয়ে দিয়েছেন কোচ। পুরো তিন পয়েন্টের লক্ষ্য আগেই জানিয়েছেন জামাল ভূঁইয়া। রহমত অবশ্য সরাসরি তা বললেন না।
“(দলে) হয়তো বা কিছু পরিবর্তন আছে, কিন্তু সচরাচর যাদের সাথে খেলা হয়, সেই একই খেলোয়াড়রা আছে দলে। সবাই চেনা মুখ। সবাই সুস্থ আছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে একটা ম্যাচ খেলেছে, সবাই ফিট আছে।”
“আর যদি বলেন ভারত ম্যাচ নিয়ে প্রত্যাশা… ক্যাম্পে যোগ দেয়ার সাথে সাথে টিম মিটিংয়ে আমাদের জানানো হয়েছে, এই ক্যাম্পে আমাদের লক্ষ্যটা কী? সেখানে কিছু ব্যাপার ছিল, আমরা যে পর্যায়ে খেলে আসছি, সেখান থেকে আরও উন্নতি করতে হলে, আরও উপরের লেভেলের দলের সাথে খেলতে গেলে আমাদের উন্নতি করতে হবে, এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।”
কোচের কৌশল আরও গভীরভাবে রপ্ত করতে সৌদি আরবে ক্যাম্প করবে দল। সেখান থেকে দেশে ফিরে রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। সৌদি আরবে গিয়ে কাবরেরার কৌশল অখণ্ড মনোযোগে বুঝে নেওয়ার সুযোগ মিলবে বলেও মনে করেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার রহমত।
“আমার মনে হয় না শিলং ও সৌদি আরবে কন্ডিশনের খুব একটা পার্থক্য থাকবে। আমার মনে হয়, একই রকম আবহাওয়া থাকবে। সৌদি আরব আমরা নিবিড়ভাবে অনুশীলন করতে পারব। কেননা, এখানে (দেশে) থাকলে আসলে পরিবারের সাথে কথা বলা এবং এমন নানান বিষয় থাকে, সেটা সৌদি আরবে হবে না। আমরা সেখানে আমাদের মতো করে নিবিড়ভাবে প্রস্তুতি নিতে পারব।”
সপ্তাহ চারেকের প্রস্তুতির ফল মিলবে কিনা, তা সময়ই বলে দিবে। তবে ভারতে ২০১৯ সালে সল্টলেকে সেই আলোচিত ১-১ ড্রয়ে ম্যাচের উদাহরণ টেনে রহমত বললেন, ভারতের বিপক্ষে ভালো কিছু পাওয়ার জন্য আলাদা তাড়না তারা অনুভব করেন সবসময়ই।
“আমরা (ভারতের মাঠে) সল্টলেকে সবশেষ ম্যাচ খেলেছিলাম, ওটা হয়েছিল ২০১৯ সালে, সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলছি, অন্যান্য যে দলের বিপক্ষে খেলি না কেন, ভারত যতই এগিয়ে যাক না কেন, অবশ্যই তারা আমাদের থেকে এগিয়ে, অবশ্যই ভালো দল; কিন্তু যখন ভারতে বিপক্ষে ম্যাচ খেলা হয়, তখন আমাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করে। সবসময় ওদের বিপক্ষে ভালো করার তাড়না থাকে।”