ইউরো চ্যাম্পিয়নশিপ
পিঠের চোটে শঙ্কা তৈরি হলেও যে কোনো মূল্যে ইউরো শুরুর আগে হ্যারি কেইনকে সুস্থ অবস্থায় দেখতে চান ইংল্যান্ডের কোচ।
Published : 05 Jun 2024, 02:44 PM
চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনও পুরো ম্যাচ খেলার অবস্থায় নেই হ্যারি কেইন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে যা ইংল্যান্ডের জন্য চিন্তার কারণও বটে। তাই টুর্নামেন্ট শুরুর আগেই কেইনকে তার সেরা ছন্দে নিয়ে যেতে যান কোচ গ্যারেথ সাউথগেট।
জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। তৃতীয় দিন ‘সি’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা। নিজেদের প্রস্তুতি সারতে দুটি প্রীতি ম্যাচ রেখেছে তারা।
ইউরোর আগে শেষ প্রস্তুতিপর্বে সোমবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। শেষের ৩০ মিনিটের জন্য মাঠে নেমে একটি গোল করেন কেইন।
ক্লাব মৌসুমের শেষ দিকে পিঠের চোটে ভুগতে হয়েছে কেইনকে। তাই প্রীতি ম্যাচে শুরু থেকে তাকে খেলানোর ঝুঁকি নেননি সাউথগেট।
তবে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে তারকা স্ট্রাইকারকে আরও বেশি সময় খেলানোর আভাস দিয়ে রাখলেন ইংল্যান্ডের কোচ।
“শুক্রবারের ম্যাচে (ইভান) টনি খেলার সুযোগ পাবে। তবে আমাকে আগে হ্যারি কেইনকে ঠিক করতে হবে। কখনও কখনও আপনার ঠিক করতে হয় কিসে প্রাধান্য দেবেন এবং কী দেখতে চান। আপনি সবসময় সব চাওয়া পূরণ করতে পারবেন না।”
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলবে ইংল্যান্ড। সেদিনই ইউরোর জন্য ২৬ জনের দল চূড়ান্ত করতে হবে তাদের।