লা লিগা
জয়ে ফেরার সম্ভাবনা জাগিয়েও নাটকীয়ভাবে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল।
Published : 24 Nov 2024, 04:00 AM
দুই অর্ধের দুই গোলে জয়ের পথেই ছুটছিল বার্সেলোনা। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মুহূর্তেই পাল্টে গেল চিত্র। পরের চার মিনিটের মধ্যে দুই গোল করে নাটকীয়ভাবে পয়েন্ট তুলে নিল সেল্তা ভিগো।
সেল্তার মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি। শেষ দিকে সেল্তার দুই গোল করেন গনসালেস ও আলভারেস।
২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্তা। ওই ম্যাচে একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৯৬তম মিনিটে ইয়াগো আসপাসের গোলে ৩-৩ ড্র হয়েছিল ম্যাচ।
লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।
চোটে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শুরুতে গুছিয়ে উঠতে একটু সময় নেয় বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় তারা। নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া, সেখানে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৩টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি।
এবারের লিগে রাফিনিয়ার গোল হলো ৮টি, বার্সেলোনার জার্সিতে তিন মৌসুমে লিগের এক আসরে যা তার সর্বোচ্চ।
২০তম মিনিটে দারুণ সেভে ব্যবধান ধরে রাখেন ইনিয়াকি পেনিয়া। বক্সের বাইরে থেকে ইলাইশ মোরিবার জোরাল ভলিতে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ২৫ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক।
২৬তম মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিনের চাপে বক্সে ইয়াগো আসপাস পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সেল্তা। তবে রেফারি সাড়া দেননি।
৪১তম মিনিটে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে জালে বল পাঠান লেভানদোভস্কি, তবে অফসাইডের কারণে গোল মেলেনি। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে দানি ওলমোর নিচু শট ঝাঁপিয়ে ঠেকান সেল্তা গোলরক্ষক।
পরের মিনিটে আসপাসকে ফাউল করেন আগেই একটি হলুদ কার্ড দেখা মার্তিন। তাকে দ্বিতীয় কার্ড দেখানোর দাবি তোলে স্বাগতিকরা। রেফারি তা না করায় সাইডলাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন আসপাস। প্রথমার্ধের বাঁশি বাজার পরও বেশ ক্ষুব্ধ দেখা যায় তাকে।
ঝুঁকি এড়াতেই হয়তো দ্বিতীয়ার্ধের শুরুতে মার্তিনের জায়গায় এক্তর ফোর্তকে নামান বার্সেলোনা কোচ। পেনিয়া পোস্ট ছেড়ে একটু ওপরে থাকায় ৫৫তম মিনিটে অনেকটা দূর থেকে উঁচু করে শট করেন আসপাস, পোস্টের একটু বাইরে দিয়ে যায় বল।
৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেল্তার ঘুরে দাঁড়ানোর পথ কঠিন করে তোলেন লেভানদোভস্কি। রাফিনিয়ার পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। সেল্তার এক ডিফেন্ডার ক্লিয়ারের চেষ্টায় বল মারেন লেভানদোভস্কির পায়ে। বল পেয়ে ডান পায়ের শটে বাকিটা সারেন পোলিশ তারকা।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ২০ গোল করলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। এর মধ্যে লা লিগায় ১৪ ম্যাচে তার গোল হলো সর্বোচ্চ ১৫টি, ৮ গোলের বেশি নেই আর কারও।
একটু পর তিন মিনিটের মধ্যে সেল্তার খেলোয়াড়দের দুটি শট দারুণভাবে ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন পেনিয়া।
৭৭তম মিনিটে দুর্ভাগ্যের কারণে গোল পাননি রাফিনিয়া। তার শট ফিরে আসে পোস্টে লেগে। দুই মিনিট পর আরেকটি সেভ করে জাল অক্ষত রাখেন পেনিয়া।
সেল্তার একজনকে ফাউল করে ৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসাদো। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় স্বাগতিকরা।
৮৪তম মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার কুন্দের ভুলে সেল্তা পেয়ে যায় ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। কুন্দে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর জালে পাঠান গনসালেস। আর ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের কোণা থেকে গোল করে ঘরের মাঠের সমর্থকদের আরেকবার উল্লাসে ভাসান আলভারেস।
১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রেয়াল মাদ্রিদ, গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।
বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে সেল্তা।