দল থেকে বাদ পড়ার পর ফুঁসে উঠেছেন আলান সাঁ-মাক্সিমাঁ, জবাবে কোচ জোসে মরিনিয়ো ইঙ্গিত দিয়েছেন, তার ওজন বেশি!
Published : 13 Mar 2025, 08:15 PM
নিজের জন্মদিনে ঘোষিত স্কোয়াডে বাদ পড়া একদমই মেনে নিতে পারেননি আলান সাঁ-মাক্সিমাঁ। আল-আহলি থেকে ধারে ফেনারবাচেতে খেলা ফরাসি উইঙ্গার বেজায় চটেছেন কোচ জোসে মরিনিয়োর ওপর। পর্তুগিজ কোচও তো ছাড় দেওয়ার পাত্র নন। পাল্টা জবাব দেওয়ার সময় তিনি খোঁচা মেরেছেন সাঁ-মাক্সিমাঁর স্ট্যাটাসের ভাষা নিয়েও।
ইউরোপা লিগে শেষ ষোলোর ফিরতি লেগে স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে খেলবে ফেনারবাচে। ৩-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে ছিলেন সাঁ-মাক্সিমাঁ।
লিগে সবশেষ পাঁচ ম্যাচে খেলার সুযোগ পাননি ২৮ বছর বয়সী ফরাসি উইঙ্গার। বুধবার ছিল তার জন্মদিন, সেদিনই রেঞ্জার্স ম্যাচের স্কোয়াড ঘোষণা করে ফেনেরবাচে। সেই দলে জায়গা না পেয়েও ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দেন সাঁ-মাক্সিমাঁ।
“আমাকে হারাতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হবে… যখন মিথ্যা লিফট ধরে ওপরে ওঠে, সে সময় সত্য সিঁড়ি ভেঙে উঠে। এতে সময় বেশি লাগে তবে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তাহলে কে আমাদের বিরুদ্ধে যেতে পারে? রোমানস ৮:৩১।”
প্রতিক্রিয়া জানাতে মোটেও দেরি করেননি ‘দা স্পেশাল ওয়ান।’ নিজের মতো করেই সাঁ-মাক্সিমাঁকে জবাব দেন মরিনিয়ো। তাকে লক্ষ্য করে দেওয়া বার্তায় উপহাস করেন ধারে খেলতে আসা ফুটবলারের।
“সাঁ-মাক্সিমাঁর যে কাব্য প্রতিভা আছে আমার জানা ছিল না। এই দিকটায় আমি নিজেও খারাপ নই। যখন একজন খেলোয়াড় ঠিকঠাক পরিশ্রম করে, প্রতিদিন অনুশীলন করে, সে ফিট এবং সিঁড়ি বেয়ে উঠতে পারে। তার লিফটের প্রয়োজন হয় না। অন্যদিকে, একজন খেলোয়াড় যদি ঠিক মতো অনুশীলন না করে, দেরিতে আসে, ওজন বেশি থাকে, খেলার জন্য তৈরি থাকে না, তার উপরে যেতে লিফটের প্রয়োজন হয়। কারণ, সে সিঁড়িতে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।”
আরেকটি পোস্টে মরিনিয়োকে জবাব দেন সাঁ-মাক্সিমাঁ। তিনি যে বাড়তি ওজনের একজন ফুটবলার নন, সেটাও পরিষ্কার করেন।