ঘরের মাঠে হারের ব্যবধান যে আরও বড় হয়নি, তাতে একটু স্বস্তিও পাচ্ছেন ফেনারবাচ কোচ।
Published : 07 Mar 2025, 03:21 PM
ঘরের মাঠে দল ন্যুনতম লড়াইটাও করতে পারেনি, ইউরোপা লিগের ম্যাচে হেরে গেছে ৩-১ গোলে। এতে স্বাভাবিকভাবেই ভীষণ অসন্তুষ্ট ফেনারবাচ কোচ জোসে মরিনিয়ো। পাশাপাশি আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন তিনি! এমন মিশ্র অনুভূতির মাঝে প্রতিপক্ষের উদ্দেশ্যে ‘খুব বেশি উদযাপন’ না করতে বললেন এই পর্তুগিজ কোচ। কারণ, দুই লেগের লড়াই যে এখনও শেষ হয়নি।
ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে রেঞ্জার্সের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফেনারবাচ। স্কোরলাইনে হয়তো একপেশে চিত্র অতটা ফুটে উঠছে না; তবে বাস্তবে বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে কখনোই কোনো আশা জাগাতে পারেনি তারা।
ম্যাচের শুরুতেই রেঞ্জার্স এগিয়ে যাওয়ার পর আধা ঘণ্টার মধ্যে অবশ্য গোলটি শোধ করেছিল স্বাগতিকরা। তবে বিরতির আগে ফের এগিয়ে যায় স্কটিশ দলটি। শেষ দিকের আরেক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দুই লেগের লড়াইয়ের প্রথমটিতে প্রতিপক্ষের মাঠে দুই গোলের জয়, ফিরতি ম্যাচ রেঞ্জার্স খেলবে ঘরের মাঠে; সবকিছু মিলিয়ে বলাই যায়, কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে তারা অনেকটাই এগিয়ে।
কিন্তু মরিনিয়ো সেটা মানতে নারাজ। এই ম্যাচে তার দলের পারফরম্যান্স যে যাচ্ছেতাই ছিল, মেনে নিচ্ছেন তিনি। পরক্ষণেই আবার, নিজের খেলোয়াড়দের উজ্জীবিত করতেই কিনা, প্রতিপক্ষের উদ্দেশ্যে হুমকি দিয়ে রাখলেন স্বঘোষিত ‘দা স্পেশাল ওয়ান’ মরিনিয়ো।
“রক্ষণে আমরা খুব করেছি, এটা বলাটা মনে হয় ঠিক হবে না। কারণ আমরা মাঠের সবখানেই বাজে খেলেছি। আপনারা হাসতে পারেন, তবে আমার কাছে এই ফল ভালো। কারণ যেভাবে আমরা খেলেছি, তাতে (হারের ব্যবধান) আরও বড় হতে পারত।”
“তবে কেউ যদি পরে আমাকে জিজ্ঞাসা করতে চায় যে, আমার মতে লড়াই শেষ হয়ে গেছে কিনা, বলব, না হয়নি। আমার তা মনে হয় না। এখনও ৯০ কিংবা ১২০ মিনিটের খেলা বাকি। (আমাদের জন্য) এই মুহূর্তে এটাই কেবল ইতিবাচক দিক। আর এই ম্যাচে আমার চোখে ইতিবাচক কিছু নেই, সবকিছুই ভুল পথে গেছে।”
এরপর মরিনিয়ো ফিরতি দেখায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিপক্ষকে সতর্কও করে দেন তিনি।
“শুধু বলব, খুব বেশি উদযাপন করো না, কারণ এখন দ্বিতীয় লেগের খেলা বাকি। এটাই আমার উপদেশ। দ্বিতীয় ম্যাচের পরও যদি তারা উদযাপন করতে পারে, তাহলে আমি শুভেচ্ছা জানাব, কারণ লড়াই এখনও শেষ হয়নি।”
আগামী বৃহস্পতিবার রেঞ্জার্সের মাঠে গড়াবে ফিরতি লেগের লড়াই।