রাগ করে দায়িত্ব ছাড়লেন তেভেস

ক্লাবের সভাপতি নির্বাচনে তার নাম ব্যবহার করায় অসন্তুষ্ট সাবেক আর্জেন্টিন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2022, 11:55 AM
Updated : 4 Nov 2022, 11:55 AM

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় রোসারিও সেন্ট্রালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লোস তেভেস। 

চলতি বছরই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে আর্জেন্টিনার ক্লাব রোসারিওর কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তেভেসে।

২৮ দলের আর্জেন্টিনার শীর্ষ লিগে তেভেসের কোচিংয়ে ২৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রোসারিও ২০তম হয়ে শেষ করেছে।

দলটির অনুশীলনের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকে গত বৃহস্পতিবার তেভেস পদত্যাগের সিদ্ধান্ত জানান।

“আমি সেন্ট্রালের ভক্তদের জানাতে চাই যে আমি দায়িত্ব থেকে সরে দাড়াচ্ছি। আমি কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে চাই না। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।"

আগামী ১৮ ডিসেম্বরে রোসারিওর ক্লাব সভাপতি নির্বাচন হবে। ৩৮ বছর বয়সী তেভেস বলেন, নির্বাচনের প্রচারনায় প্রার্থীরা তার নাম ব্যবহার করায় তিনি অসন্তুষ্ট।

“আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমার নাম রাজনীতিতে যুক্ত করায় আমার ভালো লাগেনি। আমি এসবে জড়িত হতে চাই না, তাই আমি সরে যাচ্ছি।”

আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তেভেস।

গত ৩ জুন শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে থেকে বুটজোড়া তুলে রাখেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস আরও অনেক ক্লাবে খেলা এই ফরোয়ার্ড।