ইংলিশ ফুটবল
চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন ইতালির এই উইঙ্গার।
Published : 29 Aug 2024, 07:47 PM
ইতালিয়ান ফুটবল থেকে ইংলিশ ফুটবলে পাড়ি জমালেন ফেদেরিকো চিয়েসা। ইউভেন্তুস ছেড়ে লিভারপুলে যোগ দিলেন ইতালির এই উইঙ্গার।
২৬ বছর বয়সী চিয়েসার সঙ্গে চার বছরের চুক্তির কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি। ট্রান্সফার ফ্রি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, লিভারপুলের খরচ হচ্ছে ১ কোটি পাউন্ড।
স্বদেশী ক্লাব ফিওরেন্তিনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ২০২০ সালের অক্টোবর প্রথমে দুই বছরের জন্য ধারে ইউভেন্তুসে যোগ দেন চিয়েসা। তুরিনের ক্লাবটিতে প্রথম মৌসুমে দারুণ পারফরম্যান্সে সেরি আর মৌসুম সেরা দলে জায়গা করে নেন তিনি।
২০২২ সালের জানুয়ারিতে মারাত্মক হাঁটুর চোটে পড়েন এবং অস্ত্রোপচার করাতে হয় তার। ওই বছরের মে মাসে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় ইউভেন্তুস।
সব মিলিয়ে ইউভেন্তুসের হয়ে ১৩১ ম্যাচে তিনি করেন ৩২ গোল। এর মধ্যে গত মৌসুমে ৩৭ ম্যাচে গোল ছিল ১০টি।
ক্লাবটির সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫১ ম্যাচ। ইতালির ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে তার ছিল বড় অবদান।