সৌদি প্রো লিগ
ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে আর একটি চাই পর্তুগিজ তারকার।
Published : 28 Aug 2024, 02:17 AM
আল নাস্রের জার্সিতে গত মৌসুম জুড়ে গোলের আলো ছড়ানো ক্রিস্তিয়ানো রোনালদো এবারও ছুটছেন একই ছন্দে। আল ফায়হার বিপক্ষে ফ্রি কিকে উপহার দিলেন দৃষ্টিনন্দন গোল। সৌদি প্রো লিগের নতুন আসরে তার দল পেল প্রথম জয়।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লিগের দ্বিতীয় রাউন্ডে ৪-১ গোলে জিতেছে আল নাস্র।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকার গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। পরে প্রথমার্ধের যোগ করা সময়ের দশম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রোনালদো। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
সাফল্যেভরা ক্যারিয়ারে এই নিয়ে ৬৪ বার সরাসরি ফ্রি কিকে গোল করলেন রোনালদো। লিওনেল মেসির রেকর্ড (৬৫) স্পর্শ করতে আর একটি দরকার পর্তুগিজ ফরোয়ার্ডের।
৮৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন মার্সেলো ব্রোজোভিচ। পরের মিনিটে ব্যবধান কমান সাকালা। অবশ্য শেষ মুহূর্তে তালিসকার দ্বিতীয় গোলে ৩ গোলের ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে আল নাস্র।
গত মৌসুমে সৌদি প্রো লিগে ৩৫ গোলের রেকর্ড গড়া রোনালদো এবার দুই ম্যাচ খেলে করলেন দুটি। আল রাইদের বিপক্ষে গত সপ্তাহে লিগে যাত্রা শুরুর ম্যাচে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি। পরে যদিও গোল হজম করে সেদিন জিততে পারেনি তার দল, করে ১-১ ড্র।
সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে এই নিয়ে চার ম্যাচ খেলে প্রতিটিতে জালের দেখা পেলেন ৩৯ বছর বয়সী রোনালদো, সেই সঙ্গে দুটি অ্যাসিস্ট। লিগ শুরুর আগে সুপার কাপের সেমি-ফাইনাল ও ফাইনালেও গোল করেন তিনি; ফাইনালে অবশ্য আল হিলালের বিপক্ষে হেরে যায় তারা।
জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন রোনালদো, পেয়েছেন অনেক শিরোপার স্বাদ। তার সামনে এবার অনন্য এক মাইলফলক ছোঁয়ার হাতছানি; আর একবার জালে বল জড়াতে পারলেই ৯০০-এর ঘরে পা রাখবেন রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইউভেন্তুসের সাবেক এই তারকা ফুটবলার।