স্প্যানিশ ফুটবল
জুড বেলিংহ্যামের জায়গায় তার ভাই জোব বেলিংহ্যামকে দলে টানার কথা মজা করে বলেছিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 13 Sep 2024, 07:41 PM
এক বছর আগে রেয়ালে মাদ্রিদে পা রাখার পর শুরু থেকেই দারুণ পারফরম্যান্সে মাঠ রাঙিয়েছেন জুড বেলিংহ্যাম। দ্রুতই হয়ে উঠেছেন ক্লাবের ভরসা। ইংলিশ এই মিডফিল্ডার জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে পথচলার শুরুতে একবার মজা করে তার জায়গায় তার ছোট ভাই জোব বেলিংহ্যামকে দলে টানার কথা বলেছিলেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
২০২৩ সালের জুনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে নাম লেখান জুড বেলিংহ্যাম। ওই বছরের অগাস্টে তার ছোট ভাই জোব বেলিংহ্যাম নতুন ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে রথারহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল।
আর তখনই অমন রসিকতা করেন আনচেলত্তি। নিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার প্রকাশিত ‘আউট অব দা ফ্লাডলাইট’ ডকুমেন্টারি সিরিজের প্রথম পর্বে ওই ঘটনা তুলে ধরেন ২১ বছর বয়সী জুড বেলিংহ্যাম।
“আমি অবাক হয়েছিলাম যে, সে দুই গোল করেছে এবং তারপরের ঘটনা আমি কখনোই ভুলব না। কারণ, আমরা বের হচ্ছি আর আনচেলত্তি আমার কাছে এসে বললেন, ‘আমরা ভুল জনকে এনেছি।’ তখন আমি বললাম, ‘আপনি মনে হয় মজা করছেন।’ তিনি বললেন, ‘না, সত্যিই, আমি ওকে নিয়ে আসব।" আমি বললাম, ‘আচ্ছা, আপনি ওকে কোথায় খেলাবেন?’ তিনি বললেন, ‘তোমার জায়গায়।’"
“সবশেষে তিনি আমাকে একটা হাসি দিলেন এবং আমার হৃদয় গলে গেল। আমি মনে মনে বললাম, ‘আজকের জন্য কোনো চাপ নেই।’"
সত্যিকার অর্থেই জুড বেলিংহ্যামের ওপর কোনো চাপ পড়েনি। একই দিন তিনি নিজেও জোড়া গোল করেন আলমেরিয়ার বিপক্ষে রেয়ালের ৩-১ ব্যবধানের জয়ে।
রেয়ালে নিজের প্রথম মৌসুমে লা লিগায় ক্লাবের হয়ে সর্বোচ্চ ১৯ গোল করেন তিনি। দলের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে রাখেন বড় অবদান।