বাংলাদেশ প্রিমিয়ার লিগ
একপেশে ফাইনালে জামালপুরকে উড়িয়ে সেরা হয়েছে ময়মনসিংহ।
Published : 28 Feb 2025, 11:00 PM
বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের ময়মনসিংহ জোনের ফাইনাল হয়েছে একপেশে। জামালপুরকে ৬-০ গোলে হারিয়ে সেরা হয়েছে ময়মনসিংহ।
জামালপুর জেলা স্টেডিয়ামে স্বাগতিকদের জালে ময়মনসিংহের গোল উৎসবের শুরু চতুর্থ মিনিটে। মাহফুজ মিয়া দলকে এগিয়ে নেওয়ার পর ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন।
এর মাঝে রাইদুল আসাদ সিয়াম, আশিক মিয়া ও আরিফুল ইসলাম রানা ব্যবধান বাড়ান। ২৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন জামালপুরের রোহান শেখ।
ফাইনালে দুই গোলসহ মোট সাত গোল করে ময়মনসিংহ অঞ্চলের সেরা ফুটবলার হয়েছেন মাহফুজ মিয়া। গ্রুপ পর্বে নেত্রকোনার বিপক্ষে মাহফুজ করেছিলেন হ্যাটট্রিক।
এই জয়ে মধুর প্রতিশোধও নেওয়া হলো ময়মনসিংহের। গ্রুপ পর্বের দেখায় ১-০ গোলে তারা হেরেছিল জামালপুরের কাছে।
এই জোনে আরও অংশ নিয়েছিল নেত্রকোণা ও শেরপুর জেলা।