ইংলিশ ফুটবল
গত গ্রীষ্মে নতুন খেলোয়াড় না কেনাটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করলেন এই স্প্যানিশ কোচ।
Published : 14 Jan 2025, 03:20 PM
চোট সমস্যায় মৌসুমের শুরু থেকেই ভুগতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। সেই সঙ্গে তারকা খেলোয়াড়দের ছন্দহীনতায় দলটির জন্য সবকিছু খুব কঠিন হয়ে পড়েছে। কঠিন এই বাস্তবতায় চলতি দলবদলে অবশ্যই নতুন খেলোয়াড় কেনার প্রয়োজন বোধ করছেন দলটির প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা।
গত গ্রীষ্মে নতুন খেলোয়াড় না কেনাটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করলেন সিটিকে গত চার বছরেই লিগ চ্যাম্পিয়ন করানো এই কোচ।
প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে এবারও মৌসুমের শুরুটা দারুণ হয়েছিল সিটির। কিন্তু নভেম্বর ও ডিসেম্বরে ৬ ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে বলা যায় ছিটকে গেছে তারা।
২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে সিটি; শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা, একটি ম্যাচ কমও খেলেছে অ্যানফিল্ডের দলটি।
দলের এমন কোণঠাসা অবস্থানে এখন অবশ্যই নতুন খেলোয়াড়ের প্রয়োজন দেখছেন গুয়ার্দিওলা। মঙ্গলবার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটির আগের দিন সাংবাদিকদেরকে নিজের উপলব্ধির কথা জানান তিনি।
“গ্রীষ্মে খেলোয়াড় কেনার কথা ভেবেছিল ক্লাব; কিন্তু আমি বলেছিলাম, ‘না, আমি নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করাতে চাই না।’ এই ছেলেদের ওপর আমি অনেক আস্থা রেখেছিলাম এবং ভেবেছিলাম আবারও আমি (লক্ষ্য অর্জন) করতে পারব। কিন্তু এত চোটের পর, হয়তো আমাদের এখন এটা (খেলোয়াড় কেনা) করা উচিত।”
এবারের ব্যালন দ’র জয়ী মিডফিল্ডার রদ্রি পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। চোট সমস্যায় বাইরে আছেন দুই ডিফেন্ডার জন স্টোন্স ও রুবেন দিয়াস। এছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় এই মৌসুমে বিভিন্ন সময় চোটে বাইরে ছিলেন।
এত সমস্যায় কেবল প্রিমিয়ার লিগেই নয়, অন্য প্রতিযোগিতায়ও ভুগতে হচ্ছে সিটিকে। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা, ৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২২ নম্বরে। লিগ কাপ থেকে তো আগেই ছিটকে পড়েছে দলটি।
তবে, লিগে সবশেষ দুই এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে চেনা রূপে ফেরার আভাস দিয়েছে সিটি। সেটাকেই টেনে নেওয়ার লক্ষ্যে দলে নতুন শক্তি সংযোজনের ভাবনা গুয়ার্দিওলার।