ইংলিশ ফুটবল
চলতি মৌসুমে আর মাঠে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডারকে।
Published : 06 Feb 2025, 09:04 PM
স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। সেই শঙ্কাই সত্যি হয়েছে। ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
মার্তিনেসের চোটের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে তাকে আর মাঠে দেখা যাবে না। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে।
প্রিমিয়ার লিগে গত রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোট পান মার্তিনেস। ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার সময় মার্তিনেসের চোখেমুখে ছিল যন্ত্রণার স্পষ্ট ছাপ।
চলতি মৌসুমে সময়টা আগে থেকেই খুব খারাপ কাটছে ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে তারা। মার্তিনেস ছিটকে পড়ায় আরও বড় সমস্যায় পড়বে দলটি।
আর্জেন্টিনার জন্যও তার চোট অনেক বড় ধাক্কা। বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে সামনের ম্যাচগুলোতে পাবে না তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে থেকে ৫ পয়েন্ট এগিয়ে।