স্প্যানিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে এই মিডফিল্ডারকে হারানো বার্সেলোনার জন্য অনেক বড় আঘাত।
Published : 16 Sep 2024, 05:41 PM
জিরোনার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচেই বড় এক দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
লা লিগায় রোববার প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে জয়ে দলের শেষ গোলটি করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। এরপরই পেশিতে অস্বস্তি বোধ করেন তিনি। ৬১তম মিনিটে তাকে তুলে এরিক গার্সিয়াকে নামান কোচ হান্সি ফ্লিক।
পরের দিন বার্সেলোনা এক বিবৃতিতে ওলমোর চোটের বিষয়টি জানায়। প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কিছুদিন আগে সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলারকে।
লা লিগায় পাঁচ ম্যাচ খেলে সবগুলো জয়ের পর এই সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার মোনাকোর মাঠে খেলবে তারা।
গুরুত্বপূর্ণ এই সময়ে ওলমোর চোট কোচ ফ্লিকের পরিকল্পনায় নিশ্চিতভাবেই বড় আঘাত। বার্সেলোনায় যোগ দিয়ে দলটির হয়ে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন ২৬ বছর বয়সী ফুটবলার।