ইংলিশ ফুটবল
একের পর এক খেলোয়াড় হারিয়ে দল সাজানোর ভাবনায় ঠিকমতো ঘুমাতে পারেননি মিকেল আর্তেতা।
Published : 16 Sep 2024, 04:19 PM
চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে একগাদা খেলোয়াড় বাইরে। টটেনহ্যাম হটস্পাররের বিপক্ষে তাই একাদশ সাজাতেই বেগ পেতে হয় আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে। তারপরও, প্রতিপক্ষের মাঠে দারুণ এক জয় পেয়েছে তার দল। আর্তেতা বলছেন, একের পর এক খেলোয়াড় হারিয়ে দল সাজানোর ভাবনায় রাতের ঘুম উড়ে গিয়েছিল তার।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জেতে আর্সেনাল। ৬৪তম মিনিটে চমৎকার হেডে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
এই নিয়ে টটেনহ্যামের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ জিতল আর্সেনাল, ১৯৮৮ সালের পর যা প্রথম।
এই ম্যাচে আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইসকে পায়নি নিষেধাজ্ঞার কারণে। চোটের কারণে বাইরে আছেন আরেক মিডফিল্ডার ও অধিনায়ক মার্টিন ওডেগোর, মিডফিল্ডার মিকেল মেরিনো ও ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি। একই কারণে বাইরে আছেন আরও দুই ডিফেন্ডার তাকেহিরো তমিয়াসু ও কিয়েরন টিয়েরনি।
টটেনহ্যাম ম্যাচের পর আর্সেনাল কোচ বলেন, একের পর এক খেলোয়াড় হারিয়ে পরিকল্পনাই বদলে ফেলতে হয়েছিল তাকে।
“আমি (প্রস্তুতি) উপভোগ করিনি, কারণ বেশি ঘুমাইনি। সকল মিটিং, অনুশীলন সেশন এবং সবকিছু প্রস্তুত করেছিলাম। তারপর খবর পাই যে, আমরা একজন খেলোয়াড়কে হারিয়েছি, তারপর অন্য একজন খেলোয়াড় এবং এরপর আরেকজন। আমাকে তাই দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে পরিকল্পনা পুরোপুরি বদলে ফেলতে হয়েছিল। এটি ছিল বড় চ্যালেঞ্জ।”
“কোনো অজুহাত ছিল না। খেলোয়াড়রা খেলাটা ভালোবাসে। কখনও কখনও জিততে হলে অপ্রীতিকর কাজ করতে হয় এবং তারা তা করতে ভালোবাসে। আমি বিষয়টি পছন্দ করি, কারণ খেলোয়াড়রা দিনের পর দিন আরও ক্ষুধার্ত হয়ে উঠছে।”
সামনে আরও দুটি কঠিন ম্যাচ আছে আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুতে আগামী বৃহস্পতিবার তারা খেলবে আতালান্তার মাঠে। এরপর রোববার প্রিমিয়ার লিগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে তারা।
৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে আর্সেনাল। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি।