Published : 01 May 2025, 03:46 PM
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ঘরের মাঠে ইন্টার মায়ামির শুরুটা হয় আশা জাগানিয়া। যদিও পরে পথ হারিয়ে ফেলে লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। আরেকটি পরাজয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ে স্বাভাবিকভাবেই খুব হতাশ লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করায় ভীষণ খারাপ লাগছে কোচ হাভিয়ের মাসচেরানোর।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টুর্নামেন্টের শেষ চারের দ্বিতীয় লেগে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে পড়ে তারা। প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল মেসিরা।
ফাইনালে ওঠার আশায় এদিন নবম মিনিটেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে তারা। দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে আরেকটি গোলের খোঁজে থাকা দলটিকে দ্বিতীয়ার্ধের শুরুতে স্তব্ধ করে দেয় ভ্যানকুভার।
৫১ ও ৫৩তম মিনিটে দুই গোল করে এগিয়ে যায় সফরকারীরা, গোল দুটি করেন ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিতে। ৭১তম মিনিটে সেবাস্তিয়ানের গোলে মায়ামির ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। অনেক চেষ্টা করেও গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা।
ম্যাচ শেষে তাই হতাশা ঝরল মাসচেরানোর কণ্ঠে। প্রতিপক্ষকে অভিনন্দনও জানিয়েছেন মায়ামি কোচ।
“খারাপ লাগছে, কারণ আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম। সেটা করতে পারলে ক্লাবকে গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেত। আমাদের মেনে নিতেই হবে যে, তারা ভালো ছিল।”
“আমরা জানি ইন্টার মায়ামি লিগ কাপ জিতেছে, কিন্তু এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ। তবে মাঝেমধ্যে মেনে নিতে হয় যে, প্রতিপক্ষ শক্তিশালী এবং আমাদের চেয়ে ভালো। তারা আমাদের (পারফরম্যান্সে) ছাপিয়ে গেছে।”
ম্যাচে কয়েকটি ভুল করে মায়ামির রক্ষণভাগ। যা নিয়ে অসন্তুষ্ট মাসচেরানো বলেন, এমন লড়াইয়ে এসব ভুলের মাশুল দিতে হয়।
“সমতা ফেরা থেকে আমরা এক গোল দূরে ছিলাম এবং আমরা লড়াইটাকে যতটা সম্ভব টেনে নেওয়ার চেষ্টা করছিলাম। সবচেয়ে কঠিন কাজটি করেও ফেলেছিলাম, সেটা হলো প্রথম গোল করা। কিন্তু ফুটবলে, বিশেষ করে সেমি-ফাইনালে ভালো দলের বিপক্ষে দুই বা তিনটি ভুল ভোগাবেই…আজকে এটা পরিষ্কার হয়ে গেছে।”
হতাশা পেছনে ফেলে মেসিদের এবার মেজর লিগ সকারে মনোযোগ দেওয়ার তাগিদ দিলেন মাসচেরানো।
“এখন আমাদের এমএলএসের দিকে মনোযোগ দিতে হবে। আমি ক্লাব কাপ নিয়ে ভাবছি না, কারণ এখনও দেড় মাস বাকি আছে। এখন সময় এমএলএসের দিকে নজর দেওয়ার। আমরা আড়াই মাস ধরে দুটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছিলাম এবং আমরা এটি ভালোভাবে করেছি।”
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচ খেলা মায়ামি ১৮ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা সিনসিনাটি থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা।
লিগে মায়ামির পরের ম্যাচ আগামী রোববার, প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস।