নিজের সাবেক ক্লাব মৃত্যুর খবর প্রচারের পরের সময়টুকু কেমন কেটেছিল জানালেন পেতকো গানচেভ।
Published : 18 Mar 2025, 08:26 PM
“যখন আমি ভয়ানক খবরটি শুনলাম, খানিকটা ব্র্যান্ডি পান করলাম,” বলছিলেন পেতকো গানচেভ। সেই ভয়ানক খবরটা কী? নিজের মৃত্যু সংবাদ! সেটাও প্রচার করেছে তারই সাবেক ক্লাব আর্দা কারজালি।
সে কারণেই স্বাভাবিক একটা রোববারের অপরাহ্ন পাল্টে গেল গানচেভের জন্য। যে সময়টা তিনি কাটাতে চেয়েছিলেন লেভস্কি সোভিয়ার বিপক্ষে আর্দার খেলা দেখে। সেই সময়টায় তাকে ব্যস্ত সময় কাটাতে হলো বন্ধু-স্বজনদের জানাতে যে, আমি বেঁচে আছি!
বুলগেরিয়ার শীর্ষ লিগের ম্যাচের আগে ভুলবশত ৭৮ বছর বয়সী গানচেভের মৃত্যু সংবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বুলগেরিয়ান ওয়েবসাইট ব্লিটজে সেই সময়ের পরিস্থিতি তুলে ধরেন সাবেক এই স্ট্রাইকার।
“ব্যক্তিগত কারণে আমার (ম্যাচ শুরুর সময়ের চেয়ে) মিনিট দশেক দেরি হয়ে গিয়েছিল। গাড়ি চালিয়ে বাড়ি আসার সময়ই আমার ফোনে কল আসতে শুরু করে। বাসার সামনে গাড়ি পার্ক করে উঠানে আসতে না আসতে আমার স্ত্রী চোখে জল নিয়ে চিৎকার করে বলছিল, ‘পেতকো, পেতকো টিভিতে ওরা বলছে তুমি মারা গেছ।’ আমি বুঝতে পারছিলাম না সে কী বলছে এবং কী ঘটেছে। এরপর আমার দুইজন বন্ধুও ফোন দিল।”
“জীবিত কবরস্ত হওয়াটা ভীষণ মানসিক চাপের, সত্যিই।”
আর্দা দ্রুতই ভুলটা বুঝতে পারে এবং ম্যাচ শেষ হওয়ার আগেই ফেইসবুকে পরিষ্কার করে জানান, তারা ভুল তথ্য পেয়েছিলেন। পাঁচ বছর বুলগেরিয়ার এই দলের হয়ে খেলা গানচেভ জানালেন, আর্দার ক্রীড়া পরিচালক ফোন করে তার কাছে ক্ষমা চেয়েছেন।
“দেখুন কখনও কখনও, এমন হয়। তবে এই পরিস্থিতি কখনও সহজ নয়। এটা খুব স্বাভাবিক যে, এখানে গ্রামে গুজব দ্রুত ছড়ায়। কিন্তু তারা এই ঘোষণাটা দিয়েছে বুলগেরিয়ার পুরো ফুটবল দর্শকের সামনে। অনেক মানুষ আমাকে ফোন করেছে- স্বজন, বন্ধু, পরিচিতরা এবং স্বল্প পরিচিতরাও। পরিস্থিতি সুখকর নয়; কিন্তু দিন শেষে আমাদের ইতিবাচক হতে হবে।”