ইংলিশ ফুটবল
আক্রমণে হারানো শক্তি ফেরার দিনেই রক্ষণভাগে আঘাত পেয়েছে আর্সেনাল।
Published : 02 Apr 2025, 06:53 PM
ইতিবাচক কিছু দলে যোগ হতেই নতুন কিছু হারানোর আশঙ্কা ঘিরে ধরেছে আর্সেনালকে। বুকায়ো সাকার ফেরার মধ্য দিয়ে তাদের আক্রমণভাগে শক্তি বেড়েছে। কিন্তু এবার জেগেছে রক্ষণভাগ নিয়ে দুর্ভাবনা। চোট পেয়েছেন দুই ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস ও ইউরিয়েন টিম্বার।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে প্রায় চার মাস পর ফেরেন সাকা। দ্বিতীয়ার্ধে বদলি নামার সাত মিনিটের মধ্যে একটি গোলও করেন এই ইংলিশ উইঙ্গার।
ম্যাচটির শুরুতেই অবশ্য ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মাগালিয়াইসকে হারায় আর্সেনাল। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ম্যাচের ষোড়শ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। একটু পর ডাচ ফুটবলার টিম্বারকেও প্রাথমিক চিকিৎসা নিতে হয়, তবে এরপর খেলা চালিয়ে যেতে পারেন তিনি। পরের ৭৭তম মিনিটে তাকেও তুলে নেন কোচ।
দাপুটে পারফরম্যান্সের এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টে নামিয়ে এনেছে আর্সেনাল। ৩০ ম্যাচে ১৭ জয় ও ১০ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল; একটি ম্যাচ কমও খেলেছে আর্না স্লটের দল।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। এর আগে আগামী শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে খেলবে তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে দল আশানুরূপ পারফরম্যান্স উপহার দেওয়ায় স্বস্তি পাচ্ছেন কোচ মিকেল আর্তেতা। পাশাপাশি নতুন এই দুই চোট শঙ্কা ভাবাচ্ছে তাকে।
“গাবি (মাগালিয়াইস) হ্যামস্ট্রিংয়ে কিছু (সমস্যা) অনুভব করেছে। আমরা জানি না, তার সমস্যা কতটা গুরুতর। ইউরিয়েনের (টিম্বারের) ক্ষেত্রেও একইরকম ব্যাপার, ম্যাচের শুরু থেকেই সে ভুগছিল। তবে সে খেলা চালিয়ে যেতে পারে, কিন্তু একটা সময় গিয়ে আর পারেনি।”
“আমরা জানি না, তাদের অবস্থা কী দাঁড়াবে। আগামীকাল তাদের অবস্থা যাচাই করব আমরা এবং (চোটের মাত্র) বোঝার চেষ্টা করব।”
আর্সেনালকে চোট সমস্যা অবশ্য অনেক আগে থেকেই খুব ভোগাচ্ছে। মৌসুমের বাকি সময়ে যেমন আর মাঠে ফেরার সম্ভাবনা নেই আগে থেকেই চোটাক্রান্ত কাই হাভার্টজ ও গাব্রিয়েল জেসুসের। এছাড়া বিভিন্ন সময়ে চোটের কারণে বাইরে ছিলেন অধিনায়ক মার্টিন ওডেগোর, বেন হোয়াইট ও গাব্রিয়েল মার্তিনেল্লি।