ইংলিশ ফুটবল
কোল পালমারের দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাইটনকে হারিয়েছে চেলসি।
Published : 28 Sep 2024, 11:36 PM
একটি শট লাগল পোস্টে। একটু পর বল জালে পাঠিয়েও গোল মিলল না অফসাইডের কারণে। সেই হতাশা পেছনে ফেলে পরের মিনিটেই গোলের দেখা পেলেন কোল পালমার। হ্যাটট্রিক করে ফেললেন তিনি স্রেফ ১০ মিনিটের মধ্যে। ২০ মিনিটে করলেন ৪ গোল। তার নাম উঠে গেল ইতিহাসের পাতায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল করে ফেলেন পালমার। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি ৪-২ গোলে জেতে চেলসি।
প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধে ৪ গোল করার কীর্তি গড়লেন ২২ বছর বয়সী পালমার।
ঘরের মাঠে চেলসির শুরুটা যদিও ভালো ছিল না। সপ্তম মিনিটে গোল খেয়ে বসে তারা। ২১তম মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে শটে সমতা ফেরান পালমার।
২৮তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। চেলসির হয়ে ১০টি পেনাল্টি নিয়ে সবকটিতে গোল করলেন এই ইংলিশ উইঙ্গার।
৩১তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক।
৩৪তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্রাইটন। ৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৪-২ করেন পালমার।
গত বছরের সেপ্টেম্বরে চেলসিতে যোগ দেন তিনি। দলটির জার্সিতে ৫৩ ম্যাচে তার গোল হয়ে গেল ৩১টি, অ্যাসিস্ট আছে ১৯টি।
চেলসিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে ৪৩ গোলে (২৮ গোল, ১৫ অ্যাসিস্ট) সম্পৃক্ত রইলেন পালমার, এই সময়ে লিগে কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ।