‘দলে শামসুন্নাহার থাকলে একরকম, না থাকলে অন্যরকম’

ভুটানের খেলোয়াড়দের ছবি তোলার দাবিও ম্যাচ শেষে পূরণ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2023, 03:44 PM
Updated : 7 Feb 2023, 03:44 PM

ততক্ষণে ম্যাচ শেষ। জয়ের উদযাপনও হয়ে গেছে। এরপরই দেখা গেল দৃশ্যটি। ভুটানের কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরে আছেন শামসুন্নহার জুনিয়রকে। বাংলাদেশ অধিনায়কও প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে গল্প করছেন হাসিমুখে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ গোলাম রব্বানী ছোট অধিনায়কের প্রশংসা করে ওই দৃশ্য সম্পর্কে জানালেন, ভুটানের খেলোয়াড়রা শামসুন্নাহারের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, তাদের সে চাওয়াও পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলের জয়ে হ্যাটট্রিক উপহার দেন অধিনায়ক শামসুন্নাহার; জোড়া গোল করেন আকলিমা খাতুন।

দিনের প্রথম ম্যাচে ভারতে হারিয়ে ফাইনালে উঠে নেপাল। আগামী বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছোটনের মনে হচ্ছে, ফাইনালটা হবে জমজমাট।

“ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলই সুযোগ পাবে, (যারা কাজে লাগাতে পারবে) তারাই সাফল্য পাবে। তবে আমার মনে হয়, ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব জয়ের।”

“(ভুটান ম্যাচে) আরও গোল হতে পারত। এ দিক নিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে। ঘাটতি বলতে, সুযোগ তৈরি হচ্ছে, গোল হচ্ছে আবার মিস হচ্ছে, তবে মেয়েরা প্রতিনিয়ত উন্নতি করছে।”

রাউন্ড রবিন লিগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে এ টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ওই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছিলেন শামসুন্নাহার। চোট কাটিয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে ছিলেন ছায়া হয়ে। ভুটানের বিপক্ষে অধিনায়কের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ কোচ।

“শামসুন্নাহার চোট পাওয়ার পর আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। তখনও বলেছি, ওকে আমার দরকার, কেননা, সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর থাকাটা দলে অনেকটা উদ্দীপনা তৈরি করে, ওর অভাবও আমরা অনুভব করি। অবশ্যই বলার অপেক্ষা রাখে না, শামসুন্নাহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক শামসুন্নাহারকে ১০-এ ৯ দিব, ফরোয়ার্ড শামসুন্নাহারকেও ১০-এর মধ্যে ৯ দিব।”

ছোটনের কাছে তো বটেই, প্রতিপক্ষ খেলোয়াড়দের আগ্রহের কেন্দ্রে থাকছেন শামসুন্নাহার। ম্যাচ শেষের ওই দৃশ্যের প্রসঙ্গ টেনে বাংলাদেশ কোচও তৃপ্তি নিয়ে বললেন তা।

“আমি যতটুকু শুনেছি, ভুটানের প্রতিটি খেলোয়াড় বিশেষ করে শামসুন্নাহারের ভক্ত। ওরা ছবি তোলার জন্য খুব অনুরোধ করেছে। শামসুন্নাহারও ওদের সঙ্গে ছবি তুলেছে।”