একুয়েডরের বিপক্ষে জিতলেও ব্রাজিলের খেলা মন ভরাতে পারেনি, তবে তাতে সমস্যার কিছু দেখছেন না জয়ের নায়ক রদ্রিগো।
Published : 07 Sep 2024, 12:07 PM
জয়ের স্বস্তি তো মিলল। কিন্তু ব্রাজিলের খেলায় কি মন ভরল? উত্তরটা পাওয়া গেছে আসলে ম্যাচের শেষ দিকেই। কুরিতিবার গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর সুর। দর্শকদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, নিজেদের দলের খেলায় কতটা বিরক্ত তারা। তবে খেলার ধরনকে অতটা গুরুত্ব দিচ্ছেন না রদ্রিগো। ব্রাজিলের জয়ের নায়কের কাছে দলের জয়ই সবকিছুর ওপরে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে একুয়েডরকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের ৩০তম মিনিটে গোলটি করেন রদ্রিগো।
এই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জয়বিহীন ছিল ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবার বাছাইয়ে টানা তিন ম্যাচে হারের স্বাদও পেতে হয় তাদেরকে। গত কোপা আমেরিকায় বিবর্ণ পারফরম্যান্সে তারা বিদায় নেন কোয়ার্টার-ফাইনাল থেকেই। সব মিলিয়ে এই জয়টা তাদের জন্য ছিল বহু কাঙ্ক্ষিত। কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের হারিয়ে খোঁজা দলের খেলায় উন্নতির ছাপ নেই খুব একটা।
বল পায়ে রাখার লড়াইয়ে ব্রাজিল এগিয়ে ছিল পরিষ্কারভাবেই। কিন্তু খেলায় না ছিল ধার, না ছিল পরিকল্পনার ছাপ। বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। ভুল পাসের ছিল ছড়াছড়ি। মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের ছিল না তেমন সংযোগ। সব মিলিয়ে পারফরম্যান্স ছিল একদমই খাপছাড়া।
প্রথমার্ধে স্রেফ দুটি শট লক্ষ্যে রাখতে পারে তারা। দুটিই ছিল রদ্রিগোর। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে ছিল কেবল একটি শট! দলের বড় ভরসা ভিনিসিউস ছিলেন নিজের ছায়া হয়ে।
“জয়টা আমাদের জন্য জরুরি ছিল। সেটি ভালো খেলে এলো নাকি বাজে খেলে, তা ব্যাপার নয়। এই জয় নিয়ে আমি খুশি। দলকে জেতাতে পেরে ভালো লাগছে।”
“আমরা জানতাম, ম্যাচটি কঠিন হবে। আশা করি, এই জয় আমাদেরকে আরও ভালো হয়ে উঠতে সহায়তা করবে। সামনে এগিয়ে আমরা যে জায়গায় যেতে চাই, সেখানে পৌঁছকে সহায়তা করবে।”
এই জয়ের পর সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১৩ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া।
ব্রাজিল পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে আগামী মঙ্গলবার।