৫ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারিয়ে দিল ভাইয়েকানো

এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 10:03 PM
Updated : 7 Nov 2022, 10:03 PM

শুরুতেই গোল হজমের পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। চার মিনিটে দুই গোল করে এগিয়েও গেল তারা। কিন্তু রায়ো ভাইয়েকানোর উজ্জীবিত ফুটবলের সামনে পেরে উঠল না কার্লো আনচেলত্তির দল। এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেল চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে ভাইয়েকানো।

এই ম্যাচ জিতে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ ছিল রিয়ালের সামনে। উল্টো তারা পয়েন্ট হারাল টানা দুই ম্যাচে। গত রাউন্ডে ১-১ ড্র করেছিল জিরোনার সঙ্গে।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ভাইয়েকানোর বিপক্ষেও ছিলেন না রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরা করিম বেনজেমা। নিষেধাজ্ঞায় খেলতে পারেননি মাঝমাঠের অভিজ্ঞ সেনানী টনি ক্রুস।

বল দখলে একটু এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য ১৭টি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে। আর ভাইয়েকানোর ১৫ শটের সাতটিই ছিল লক্ষ্যে।

পঞ্চম মিনিটে প্রথম আক্রমণ থেকেই রিয়ালকে স্তব্ধ করে দেয় ভাইয়েকানো। বাঁ দিক থেকে সতীর্থের কাট-ব্যাক ডি-বক্সে পেয়ে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কমেসানা।

অষ্টম মিনিটে আরেকটি সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা। এবার অস্কার ভালেন্তিনের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

রিয়াল পারছিল না উল্লেখযোগ্য কিছু করতে। ৩২তম মিনিটে একটি হাফ চান্স পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি রদ্রিগো।

৩৭তম মিনিটে স্পট-কিকে সমতা টানেন লুকা মদ্রিচ। ভাইয়েকানোর বক্সে মার্কো আসেনসিও ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

একটু পরই আসেনসিওর কর্নারে বক্সে লাফিয়ে দারুণ হেডে দলকে এগিয়ে নেন এদের মিলিতাও।

সফরকারীদের সেই স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। ৪৪তম মিনিটে সমতা ফেরায় ভাইয়েকানো। কাছ থেকে আলভারো গার্সিয়ার বুলেট গতির ভলিতে বল গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাত ছুঁয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে একটি সুযোগ পান রদ্রিগো। তবে বক্সের ভেতর থেকে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

৬৪তম মিনিটে রিয়ালের ডি-বক্সে দানি কারভাহালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

অস্কার ত্রেহোর শট শুরুতে ঠেকিয়ে দেন কোর্তোয়া। কিন্তু কারভাহাল আগেই পেনাল্টি অঞ্চলে ঢুকে পড়ায় পুনরায় পেনাল্টি নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ত্রেহো।

শেষ দিকে একটি সুযোগ পেয়েও উড়িয়ে মারেন রদ্রিগো। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় হারের হতাশায় মাঠ  ছাড়তে হয় রিয়ালকে।

১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভাইয়েকানো।