চ্যাম্পিয়ন্স লিগ
বায়ার্নের সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
Published : 28 Jan 2025, 11:57 PM
বুন্ডেসলিগায় দুর্বার গতিতে ছুটলেও চ্যাম্পিয়ন্স লিগ একেবারেই ভালো কাটছে না বায়ার্ন মিউনিখের। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা খুব কম তাদের। তবে প্রথম পর্বের শেষ ম্যাচের আগে দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি বলছেন, যেকোনো কিছুই সম্ভব।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার বায়ার্ন খেলবে স্লোভেনিয়ার দল স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে, সাত ম্যাচের সবকটি হেরে এরই মধ্যে যাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সমান ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন।
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
সরাসরি শেষ ষোলোয় যেতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না বায়ার্নের, অন্যান্য ম্যাচের ফলও পক্ষে আসতে হবে তাদের। কোম্পানি আশা ছাড়ছেন না।
“আমরা ঘরের মাঠে খেলব। এটা আমাদের জন্য বিশেষ জায়গা এবং এখানে, যেকোনো কিছুই সম্ভব। অন্যান্য ম্যাচে কী ঘটবে, সেটার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরোটা আমাদের পারফরম্যান্সের বিষয়।”
“হয়তো (অন্যান্য ম্যাচ থেকে) আমরা কিছু তথ্য পাব যে, আমাদের আরও একটি বা দুটি গোল প্রয়োজন, তারপর আমরা আরও কিছুটা ঝুঁকি নিতে পারব।”
ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন নতুন আঙ্গিকের চলতি আসরে চারটি অ্যাওয়ে ম্যাচের তিনটিতে হেরেছে অ্যাস্টন ভিলা, বার্সেলোনা ও ফেইনুর্ডের বিপক্ষে। সবশেষ ফেইনুর্ডের মাঠে ৩-০ গোলে হারে তারা।