ইংলিশ ফুটবল
মৌসুমের বাকি অংশের জন্য ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডারকে দলে টানতে রাজি হয়েছে ইতালিয়ান ক্লাবটি।
Published : 23 Jan 2025, 07:45 PM
ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলার ইচ্ছা পূরণ হচ্ছে কাইল ওয়াকারের। তবে পাকাপাকিভাবে আপাতত কোনো ক্লাবে যোগ দিচ্ছেন না ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার। ধারে ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলতে যাচ্ছেন তিনি।
৩৪ বছর বয়সী ওয়াকারকে চলতি মৌসুমের বাকি অংশের জন্য দলে টানতে রাজি হয়েছে এসি মিলান। ধারের চুক্তি শেষে এই ফুটবলারকে পাকাপাকিভাবে কিনতেও পারবে সেরি আর ক্লাবটি।
২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার থেকে সিটিতে যোগ দেন ওয়াকার। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ৩১৯ ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি প্রিমিয়ার লিগ, সিটির একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ১৭টি শিরোপা জিতেছেন তিনি।
কিন্তু চলতি মৌসুমে দলে নিয়মিত হতে পারছেন না ওয়াকার। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৮ ম্যাচ। যার মধ্যে প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন কেবল ৯ ম্যাচে।
সিটির জার্সিতে সবশেষ মাঠে নামেন তিনি গত ৪ জানুয়ারি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ওই ম্যাচের পর কোচ পেপ গুয়ার্দিওলাকে ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলার ইচ্ছার কথা জানান ওয়াকার।
শুরুতে তার সৌদি প্রো লিগে যাওয়ার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত ইতালিকেই নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছে ওয়াকার।