জার্মান ফুটবল
সমস্যায় জর্জরিত বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ১৯ মিনিটেই তিনটি গোল করে লেভারকুজেন।
Published : 11 Jan 2025, 04:26 PM
সাম্প্রতিক সময়ের সুখকর পথচলায় নতুন বছরে প্রথম মাঠে নেমেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বায়ার লেভারকুজেন। সমস্যায় জর্জরিত বরুশিয়া ডর্টমুন্ডের ওপর প্রায় পুরোটা সময় আধিপত্য করে পেয়েছে জয়। দলের এমন গোছানো ফুটবল দেখে এবং মাঠে উন্নতির ছাপ রাখতে পেরে খুব খুশি লেভারকুজেন কোচ শাবি আলোন্সো।
বিরতি শেষে শুক্রবার আবার মাঠে গড়ায় বুন্ডেসলিগা। প্রতিপক্ষের মাঠে প্রথম ১৯ মিনিটেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লেভারকুজেন; প্রথম মিনিটে ন্যাথান টেলার পর দুবার জালে বল পাঠান পাত্রিক শিক। এর মাঝে জেমি গিটন্সে এবং শেষদিকে গিগাসি একটি করে গোল করলেও কখনোই সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি ডর্টমুন্ড।
অসুস্থতার কারণে নিয়মিতদের ছয়জনকে ছাড়া খেলতে নামা ডর্টমুন্ডের বিপক্ষে বল দখল এবং গোলের জন্য শট নেওয়ায় পিছিয়ে থাকলেও, ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দলের এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্সে উচ্ছ্বসিত আলোন্সো। সংবাদ সম্মেলনে সেই সন্তুষ্টির কথাই বলেন তিনি।
“দলের পারফরম্যান্স এবং এই জয়ে আমরা খুশি। এখানে এসে এভাবে খেলতে পারার অর্থ হলো, আমরা উন্নতি করছি। বছরের শুরুটা ভালো হলো।”
“ম্যাচের শুরুতে আমরা আসল কাজটা করেছি এবং পরে নিয়ন্ত্রণ করেছি।”
গত মৌসুমে এই স্প্যানিশ কোচের হাত ধরে অবিশ্বাস্য ধারাবাহিক পারফরম্যান্সে প্রথমবারের মতো বুন্ডেসলিগা জয় করে লেভারকুজেন। মুকুট ধরে রাখার লড়াইয়ে অবশ্য এবার আসরের শুরুটা তাদের ভালো হয়নি; প্রথম ১০ রাউন্ডে তারা জিততে পারে মাত্র চারটি ম্যাচ।
তবে, গত ২৩ নভেম্বর থেকে দারুণ ছন্দে আছে দলটি। বুন্ডেসলিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতে বছর শেষ করে দলটি। সেই ধারায় এবার চলতি লিগে ডর্টমুন্ডের অপরাজিত যাত্রাও থামিয়ে দিল গত মৌসুমে জার্মান কাপও জেতা লেভারকুজেন।
দারুণ এই জয়ে বায়ার্ন মিউনিখের ওপর চাপ ধরে রাখল লেভারকুজেন।
১৬ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট হলো ৩৫। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা বায়ার্ন।