ইংলিশ ফুটবল
হাওয়ার্ড ওয়েব নিশ্চিত ছিলেন, সব দিক থেকে দেখার পর লাল কার্ডের সিদ্ধান্ত বাতিলের পরামর্শ দেবেন ভিএআর।
Published : 18 Oct 2024, 05:17 PM
শুরুতে মনে হয়েছিল পরিষ্কার লাল কার্ড। কিন্তু আরেক দিক থেকে রিপ্লে দেখে হাওয়ার্ড ওয়েব ধারণা করেন, রেফারিকে ব্রুনো ফের্নান্দেসের কার্ড বাতিলের পরামর্শ দেবেন ভিডিও অ্যাসিস্টেন রেফারি (ভিএআর)। তিনি সেটা না করায় ভীষণ হতাশ হন ইংল্যান্ডের রেফারিদের প্রধান ওয়েব।
এই ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার ম্যাচের। গত ২৯ সেপ্টেম্বরের ওই ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পথে ৪২তম মিনিটে অধিনায়ক ফের্নান্দেসকে হারায় প্রতিযোগিতার সফলতম দলটি।
জেমস ম্যাডিসনকে ফাউল করে ৪২তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন ফের্নান্দেস। পান তিন ম্যাচের নিষেধাজ্ঞা। পরে অবশ্য সফল আপিলে বাতিল হয় সেই শাস্তি।
‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে সেই ফাউলের দিকে ফিরে তাকালেন ওয়েব।
“আমরা অডিও প্রকাশ করেছি। সহকারী রেফারির কথা আপনারা শুনতে পারেন। সে খুব ভালোভাবে সেটি দেখেছে। সে বলছিল, ‘এটা বাজে, আমার কাছে শতভাগ লাল কার্ড।’ সে যেদিক থেকে দেখেছিল, সেদিক থেকে এটা তেমনই ছিল। কারণ, সেখান থেকে মনে হচ্ছিল সে ফাউল করেছে। আরেক দিক থেকে দেখানো স্কাই স্পোর্টসের রিপ্লে দেখে আমার মনে হয়েছে, এই সিদ্ধান্ত বদলে যাবে, কিন্তু তা হয়নি।”
“আমি হতাশ ছিলাম, আমরা এটা সংশোধন করতে ভূমিকা রাখিনি। কারণ, আমার মতে এইটা সম্পূর্ণ ভুল। ফের্নান্দেস ওর পায়ে ডাইভ দেয়নি, দিলে অবশ্যই লাল কার্ড হতো।”