স্প্যানিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ভরাডুবি হওয়ার পর থেকে চাপ বাড়ছে রেয়াল মাদ্রিদ কোচের ওপর।
Published : 22 Apr 2025, 08:00 PM
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর রেয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে বেশ জোরেশোরে। এ নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন তিনি। অভিজ্ঞ ইতালিয়ান কোচ মনে করিয়ে দিলেন, যেকোনো কিছুই ঘটতে পারে ফুটবলে।
দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নেয় রেয়াল। আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারের পর সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ ব্যবধানে হারে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ওই ভরাডুবির পর থেকে আনচেলত্তিকে ঘিরে সবকিছুই যেন বদলে যেতে শুরু করেছে। জোর গুঞ্জন আছে, মৌসুম শেষেই হয়তো তার সঙ্গে চুক্তি ছিন্ন করতে পারে ইউরোপের সফলতম ক্লাবটি।
মৌসুম শেষে তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে। রেয়ালে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে ক্লাবটির সাবেক মিডফিল্ডার ও বায়ার লেভারকুজেন কোচ শাবি আলোন্সোর নাম।
মৌসুমে এখনও তিনটি ট্রফির হাতছানি আছে রেয়ালের সামনে। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে তারা। কোপা দেল রের ফাইনালে এই দুই দলই লড়বে আগামী শনিবার। এরপর নতুন আঙ্গিকে বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে।
লা লিগায় বুধবার গেতাফের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়, রেয়াল যদি লা লিগা ও কোপা দেল রে জিততে পারে, তাহলে কি ২০২৬ সালে চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন? ৬৫ বছর বয়সী কোচ তুলে ধরেন তার ভাবনা।
“ফুটবলে, যেকোনো কিছু সম্ভব। যেকোনো কিছু ঘটতে পারে। যেমনটি আমি সবসময় বলেছি, এই কাজটি আমি ভালোবাসি। এখানে আমার প্রথম মেয়াদ (২০১৩ থেকে ২০১৫) ভালোবেসেছি, এই দ্বিতীয় মেয়াদ (২০২১ সাল থেকে) ভালোবাসি। আমি চাই এটা যতটা সম্ভব এগিয়ে যাক। একদিন যখন শেষ হবে, আমি কৃতজ্ঞ থাকব, এটাই।”
আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে অ্যাঙ্কেলে হালকা চোট পান কিলিয়ান এমবাপে। রেয়ালে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত ৩৩ গোল করা এই তারকা লিগে সবশেষ ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। গেতাফের বিপক্ষেও তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন আনচেলত্তি। বার্সেলোনার বিপক্ষে ফাইনালে ফরাসি এই ফরোয়ার্ডকে পাওয়ার আশায় আছেন কোচ।
“আগামীকালের (বুধবার) জন্য তারা (এমবাপে ও ডিফেন্ডার ফেরলদ মঁদি) প্রস্তুত নয়, তবে আগামী কয়েকদিন তারা অনুশীলন করবে। আমি মনে করি শনিবার (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচের জন্য দুজনকেই পাওয়া যাবে।”
৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। তাদের সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।