স্প্যানিশ ফুটবল
বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও লা লিগা শিরোপা ধরে রাখতে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে রেয়াল মাদ্রিদ, বলছেন কার্লো আনচেলত্তি।
Published : 28 Mar 2025, 09:49 PM
ওসাসুনাকে হারিয়ে লা লিগায় তিন পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার সেই বাস্তবতা মেনে নিচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে লড়াই এখনই শেষ হয়ে যায়নি বলেই মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ। শিরোপা ধরে রাখার আশা তাই ছাড়ছেন না তিনি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফিরে বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।
শিরোপা লড়াইয়ে এখন বার্সেলোনাকেই মনে করা হচ্ছে ফেভারিট। শনিবার লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শিরোপা ধরে রাখতে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে তার দল।
“লা লিগা এখনও শেষ হয়নি। বার্সেলোনা এগিয়ে আছে, তবে আমাদের এল ক্লাসিকো খেলতে হবে এবং এখনও অনেক ম্যাচ বাকি আছে। আগামীকাল (শনিবার) থেকে শুরু করে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।”
লা লিগায় এবার প্রথম ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেয়াল। আগামী ১১ মে বার্সেলোনার মাঠে হবে ফিরতি ক্লাসিকো।
মৌসুমে তিন শিরোপার লড়াইয়ে আছে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগে তারা পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়াল সোসিয়েদাদকে হারিয়েছে তারা ১-০ গোলে।
“১৩টি ম্যাচ বাকি আছে (সব প্রতিযোগিতা মিলিয়ে), যা ১৭টিও হতে পারে। আশা করি, তাই হবে। কারণ, এর মানে হলো আমরা প্রতিটি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লড়াই করব।”