প্রাক-মৌসুম
প্রীতি ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
Published : 04 Aug 2024, 05:21 PM
যে মঞ্চেই লড়াই হোক না কেন, বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ মুখোমুখি মানেই মর্যাদার ম্যাচ। সেখানে হেরে যাওয়া যে কোনো দলের জন্যই পীড়াদায়ক। বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর রেয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও বললেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার মোটেও ভালো লাগে না তাদের।
প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার সকালে খেলা প্রীতি ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় রেয়াল। বিরতির আগে-পরে পাউ ভিক্তরের জোড়া গোলে ম্যাচে কোণঠাসা হয়ে পড়ে রেয়াল। নিকো পাস শেষ দিকে ব্যবধান কমালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
বার্সেলোনার বিপক্ষে প্রাক-মৌসুমের ক্লাসিকোয় হারের পর কোর্তোয়া বললেন, কোনো পরিস্থিতিতেই বার্সেলোনার বিপক্ষে হারতে চান না তারা।
“আমরা প্রাক-মৌসুমে এই ম্যাচগুলো খেলি, যেগুলো সমর্থক এবং দর্শকরা যারা মাঠে যান, তাদের জন্য আনন্দের। দিন শেষে রেয়াল মাদ্রিদ যখন খেলে, গ্যালারি দর্শকে ভরে যায়। অবশ্যই আমরা বার্সেলোনার বিপক্ষে হারতে পছন্দ করি না। এমনকি, এটা প্রাক-মৌসুমের ম্যাচ হলেও আমরা হারতে চাই না।”
“তবে দিন শেষে, মূল মৌসুমের পারফরম্যান্সই মুখ্য এবং গত মৌসুমে (দানি) কারভাহাল বলেছিল, যখন সময় আসবে, তখন দেখা যাবে কী হয়। এই ম্যাচগুলো মূল দলের অভিজ্ঞদের সঙ্গে তরুণ খেলোয়াড়দের মিশেলে গড়া এবং সেটা আমাদের বেলায় যেমন, প্রতিপক্ষের ক্ষেত্রেও। মূল কথা এটাই।”
গত মৌসুমের আগেও প্রীতি-ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হেরেছিল রেয়াল, ৩-০ গোলে। তবে মূল মৌসুম শুরুর পর একবারও হারেনি তারা; তিন ম্যাচ খেলে জিতেছিল সবগুলো।
উঠতি ফরোয়ার্ড এন্দ্রিককে নিয়ে কথা বলেছেন কোর্তোয়া। ব্রাজিলের এই ‘বিস্ময়বালক’কে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। সময়ের সাথে সাথে এন্দ্রিক আরও উন্নতি করবে বলেও বিশ্বাস তার।
“সে খুব একটা লম্বা নয়, কিন্তু তার পা দুটো ভীষণ শক্ত। চেলসিতে এদেন আজারকে আমি যেমনটা পেয়েছিলাম, তার শক্তিশালী দুটো পা ছিল। আপনি তাকে লাথি মারতে পারেন, তারপরও সে দু-পায়ে দাঁড়িয়ে থাকবে। এবং তার শট অনেক জোরাল।”
“অনুশীলনে আমি তাকে (এন্দ্রিককে) অনেক জোরে শট নিতে দেখেছি। সর্বোপরি, আমি মনে করি, তার আরেকটু শান্ত হওয়া প্রয়োজন। আমি জানি না, সে কিছুটা নার্ভাস কিনা, কিন্তু সময়ের সাথে সাথে সে আরও ভালো হয়ে উঠবে।”
গত মৌসুমে হাঁটুতে দুইবার অস্ত্রোপচার করাতে হয়েছে কোর্তোয়ার। তবে এখন অনেক ভালো বোধ করছেন বলে স্বস্তির খবর শোনালেন তিনি। হজম করা দ্বিতীয় গোল নিয়েও জানালেন আক্ষেপ।
“খুবই ভালো বোধ করছি। প্রথম দিন থেকে দলের সঙ্গে থাকা সবসময় সাহায্য করে। দ্বিতীয় গোল হজম করা নিয়ে আমি কিছুটা দুঃখিত; বলের বাউন্স কিছুটা মিস করেছিলাম; বল কিছুটা অস্বাভাবিক বাউন্স করেছিল। আমি না পেরেছি হাত ছোঁয়াতে, না পেরেছি পা লাগাতে। পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে এবং এটা আমাকে বাজে একটা স্বাদ দিয়েছে। তবে, এটা ভালো যে, মৌসুমের আসল সময়ের চেয়ে এটা এখন হয়েছে।”