অনেক সম্ভাবনা নিয়ে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু প্রত্যাশার ভার বইতে পারেননি লুকা ইয়োভিচ। এবার তাকে ছেড়েই দিল স্প্যানিশ ক্লাবটি। সার্বিয়ান ফরোয়ার্ডকে দলে টেনেছে সেরি আর ক্লাব ফিওরেন্তিনা।
Published : 09 Jul 2022, 03:13 PM
দুই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি।
গণমাধ্যমের খবর, কোনো ট্রান্সফার ফি ছাড়াই ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার ।
২০১৯ সালে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দিয়েছিলেন ইয়োভিচ। তবে রিয়ালে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। চোট ও নেতিবাচক কাণ্ডে বিভিন্ন সময় হয়েছেন শিরোনাম।
এরপর গত বছরের জানুয়ারি থেকে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত মেয়াদে ধারে ফিরেছিলেন ফ্রাঙ্কফুর্টে। সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমটাও হতাশাজনক কাটে ইয়োভিচের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন মাত্র এক বার।
রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৩ গোল করেছেন ইয়োভিচ। জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
সার্বিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৯টি গোল করেছেন ইয়োভিচ।