আর্সেনালকে হারিয়ে ফাইনালে লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 03:41 AM BdST Updated: 21 Jan 2022 04:04 AM BdST
দুই অর্ধে চমৎকার দুটি গোল উপহার দিলেন দিয়োগো জটা। পর্তুগিজ ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল।
এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
আগামী ২৭ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে চেলসির। শেষ চারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় টমাস টুখেলের দল।
প্রথম লেগে বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুলকে রুখে দেওয়া আর্সেনাল ঘরের মাঠে ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু বাঁধ সাধে দুর্ভাগ্য, ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের শট ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ আসে সফরকারীদের সামনে। কিন্তু আট গজ দূর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ইংলিশ টিনএজার গর্ডন।
৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন জটা। এই গোলেও অবদান রাখেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তার ক্রস বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন জটা। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাবিনিয়োকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার টমাস পার্টি।
-
রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো
-
‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’
-
হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন
-
ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ
-
ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা
-
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ
-
কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি
-
‘রিয়াল গোল করতে পেরেছে, আমরা পারিনি’
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?