বিশ্রামের দিনে কাজ ছিল কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখা। ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিনের শক্তি-দুর্বলতা খুঁজে বের করা। দলবল নিয়ে মাঠে গিয়ে তা খুঁজে বের করেছেন জেমি ডে। জামাল-রাফি-সাদদের সঙ্গে কাজও শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
Published : 03 Sep 2021, 07:06 PM
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত বৃহস্পতিবার কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হারে ফিলিস্তিন। হারলেও স্বাগতিকদের ঘাম ছুটিয়ে দিয়েছে তারা। আগামী রোববার ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে যোজন যোজন এগিয়ে ফিলিস্তিন (১০২তম)।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে শুক্রবারের অনুশীলনে তাই ফিলিস্তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় সাদউদ্দিন জানালেন প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়ার কথা। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা আবাহনীর এই ফরোয়ার্ড দিলেন ‘ভালো ম্যাচ উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি।
“আমাদের ম্যাচ প্রস্তুতি ভালো। সবাই সুস্থ আছে। ৫ তারিখে প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রথম ম্যাচ নিয়ে যেভাবে কাজ করার দরকার, কোচ সেভাবে কাজ করছেন।”
“ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। গতকালের ম্যাচে ওদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো খুঁজে বের করেছেন কোচ। এগুলো নিয়ে আজ কাজ করেছি, কালও করব। আশা করি, ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব আমরা।”
বিশ্বকাপ বাছাইয়ের ‘কাতার পর্বে’ আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়ে বাছাইয়ের পুরোটা খেলতে পারেননি সোহেল রানা। দলে ফেরা এই মিডফিল্ডারও জানালেন ভালো খেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্যের কথা।
“সকালের অনুশীলনে কোচ আমাদের ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ট্যাকটিক্যাল বিষয়, কীভাবে খেলতে হবে, এসব বিষয় নিয়ে কাজ করেছে। বিকেলে জিম ও সুইমিং সেশন হয়েছে। গতকাল ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। কোচ ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছেন।”
“আশা করি, ফিলিস্তিনের বিপক্ষে ভালো একটা ফল আনতে পারব আমরা। এটা আমাদের সাফের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, এ ম্যাচগুলো খেলে যেন আমরা সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে পারি।”
আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতার অপর দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।