হঠাৎ স্থগিত প্রিমিয়ার লিগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2021 03:35 PM BdST Updated: 30 Jul 2021 03:35 PM BdST
-
চট্টগ্রাম আবাহনী। ফাইল ছবি
১০ দিন বিরতি দিয়ে প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর কথা ছিল শুক্রবার। আগের দিন সূচিও দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে লিগ স্থগিত করার কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
শুক্রবার কমলাপুরে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হওয়ার কথা ছিল। দুপুর ৩টায় বিজ্ঞপ্তি দিয়ে লিগ স্থগিতের কথা জানায় বাফুফে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ৩০-০৭-২০২১ তারিখ হতে অনুষ্ঠিতব্য চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উক্ত লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই সকলকে অবহিত করা হবে।”
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় লিগ স্থগিত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
“ঈদ-উল আজহার পর ২৪ জুলাই থেকে আমরা লিগ পুনরায় শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় করা যায়নি। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ৩০ জুলাই থেকে করতে চেয়েছিলাম, কিন্তু সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে লিগ স্থগিত করতে হয়েছে।”
“ঈদের ছুটিতে আমরা খেলোয়াড়দেরকে ক্লাব ছাড়তে দেইনি, যেন তারা আক্রান্ত না হয় এবং আমরা লিগটা চালিয়ে নিতে পারি। কিন্তু পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে লিগ পুনরায় শুরু করব এবং অবশ্যই আমরা লিগ শেষও করব।”
সবশেষ গত ১৯ জুলাই ম্যাচ হওয়ার পর ঈদ-উল আজহার ছুটি ও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ ছিল প্রিমিয়ার লিগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এই দুই ভেন্যুতে ম্যাচ রেখে আগামী ৬ অগাস্ট পর্যন্ত সূচি দিয়েছিল বাফুফের পেশাদার লিগ কমিটি।
লিগের ১৮তম রাউন্ডের খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
লিগে টেবিলে এ মুহূর্তে সেরা চারে থাকা বাকি দুই দল যথাক্রমে আবাহনী লিমিটেড (১৮ ম্যাচে ৩৬) ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৮ ম্যাচে ৩২ পয়েন্ট)।
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি