এফএ কাপ জিতে গুয়ার্দিওলাকে আর্তেতার ধন্যবাদ

প্রধান কোচ হিসেবে মিকেল আর্তেতার শুরুটা হলো দারুণ। প্রথম মৌসুমেই পেলেন সাফল্য। আর্সেনালকে এনে দিলেন এফএ কাপের শিরোপা। যার সহকারী হিসেবে কাজ করে গড়ে উঠেছেন সেই পেপ গুয়ার্দিওলার প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানালেন আর্সেনাল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 12:35 PM
Updated : 2 August 2020, 12:35 PM

২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটিতে স্প্যানিশ কোচের সহকারী ছিলেন আর্তেতা। ২০১৯ সালের ডিসেম্বরে কোচ হিসেবে যোগ দেন আর্সেনালে। লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে দশজনের চেলসিকে ২-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্ততা জানালেন, তার ক্যারিয়ারে কতটা অবদান গুয়ার্দিওলার।
 
“কোচ হিসেবে আমার বিকাশের পেছনে মূল ব্যক্তিত্ব তিনি। তার প্রতি আমি কৃতজ্ঞ। আজ আমি যেখানে, এটা তাকে ছাড়া সম্ভব হতো না। তাকে ধন্যবাদ জানাতেই হবে আমার।”
 
আর্সেনালের কোচ হিসেবে জর্জ গ্রাহামের (১৯৮৬-৮৭) পর আর্তেতা নিজের প্রথম মৌসুমেই কোনো বড় শিরোপা জিতলেন।