পুলিশ-ব্রাদার্স পয়েন্ট ভাগাভাগি

এগিয়ে গিয়েও পুলিশ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স ইউনিয়ন। এ ড্রয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেজা প্রকাশের দলের জয়ের অপেক্ষা আরও বাড়ল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 02:51 PM
Updated : 6 March 2020, 02:51 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট পুলিশ এফসির। জয়হীন ব্রাদার্সের চার ড্রয়ে পয়েন্ট ৪।

পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে আসা পুলিশ। লুকা রতকোভিচের বাড়ানো বল গোলমুখ থেকে বাইরে মেরে হতাশ করেন রিভেইরা সিডনি।

তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে উজবেকিস্তানের ফরোয়ার্ড জনোভ ওতাবেকের লক্ষ্যভেদে এগিয়ে যায় চলতি লিগে আগের চার ম্যাচে জয়হীন থাকা ব্রাদার্স।

২১তম মিনিটে সমতার স্বস্তি ফেরে পুলিশে। রতকোভিচের স্লাইড লানসিনে তোরে বিপদমুক্ত করার পর পেয়ে যান মোহাম্মদ বাবলু; ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আলি হোসেনের শট ফিরিয়ে ব্রাদার্সের ত্রাতা গোলরক্ষক তিতুমীর চৌধূরী। চার মিনিট পর ওতাবেকের শট ক্রসবার কাঁপালে বেঁচে যায় পুলিশ এসসিও।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওতাবেকের জোরালো শট পুলিশের সাইফুল ইসলাম খান ফিস্ট করে ফেরালে ড্রয়ে শেষ হয় ম্যাচ।