খেলোয়াড়দের ‘অতি আত্মবিশ্বাস’ পিএসজির হারের কারণ

ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে গ্যাঁগোর কাছে হেরে পিএসজির ছিটকে পড়ার পেছনে খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসকে দুষছেন কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 09:30 AM
Updated : 10 Jan 2019, 09:30 AM

ঘরের মাঠে বুধবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬২তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু শেষ দিকে দুটি গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের পয়েন্ট তালিকার তলানির দলটির দুটি গোলই আসে পেনাল্টি থেকে। এর আগেও একটি পেনাল্টি পেয়েছিল তারা, তবে তা কাজে লাগাতে পারেনি অতিথিরা।

লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা পিএসজির চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা দ্বিতীয় হার। দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে এমন পরাজয়ে ভীষণ হতাশ পিএসজি কোচ।

ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে টুখেল বলেন, “আমি জানি না, এটা আমাদের প্রাপ্য কি-না। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। সত্যি কথা বলতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। তিন পেনাল্টি দিয়ে ম্যাচ হারা খুব কঠিন ব্যাপার। এটা কিছুটা অস্বাভাবিক।”

“দ্বিতীয়টা (পেনাল্টি) সন্দেহজনক ছিল। ওখানে কিছুই ঘটেনি, দুই জন খেলোয়াড়ের মধ্যে সাধারণ একটা সংঘর্ষ ছিল। তারা আমাদের ডি-বক্সে তিনবার ঢুকেছে এবং তিনটি পেনাল্টি জিতেছে।”

আগামী শনিবার লিগ ওয়ানে পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে থাকা আমিয়াঁর মাঠে খেলতে যাবে শিরোপাধারীরা।