কার্ডিফকে উড়িয়ে নতুন কোচের অধীনে ইউনাইটেডের দুর্দান্ত শুরু

নতুন কোচ উলে গুনার সুলশারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা হলো দুর্দান্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 08:24 PM
Updated : 22 Dec 2018, 08:31 PM

শনিবার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচটি ৫-১ গোলে জেতে ইউনাইটেড। ব্যর্থতার দায়ে সম্প্রতি ছাঁটাই হওয়া জোসে মরিনিয়োর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সুলশারের অধীনে এটাই ছিল তাদের প্রথম ম্যাচ।

মার্কাস র‌্যাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক। ২৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে উঁচু শটে ক্রসবার ঘেঁষে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এররেরা। বল স্বাগতিকদের একজনের হাতে লেগে জড়ায় জালে।

৩৮তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার ভিক্তর কামারাসা। তবে তিন মিনিট পরেই আবার ব্যবধান দুই গোলে নেন ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল।

দ্বিতীয়ার্ধে অতিথিদের সামনে আর কোনো বাধা গড়তে পারেনি কার্ডিফ। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর পর ৯০তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ড।

২০১৩ সালের মে মাসের পর এই প্রথম কোনো ম্যাচে পাঁচ গোল করল ইউনাইটেড। সবশেষ ২০১২-১৩ মৌসুমে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ৫-৫ ড্র করেছিল ওই সময়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। সেবার লিগ চ্যাম্পিয়নও হয়েছিল দলটি।

১৮ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শুক্রবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-০ গোলে হারানো লিভারপুল। শনিবার ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হারা ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হারা চেলসি।

দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ৩-১ গোলে হারানো আর্সেনালের পয়েন্টও ৩৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে উনাই এমেরির দল।