আউবামেয়াংয়ের জোড়া গোলে জয়ে ফিরল আর্সেনাল

টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের জোড়া গোলে বার্নলিকে হারিয়েছে উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 02:25 PM
Updated : 22 Dec 2018, 08:31 PM

এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় দুপুরে ৩-১ গোলে জেতে স্বাগতিকরা।

প্রায় চার মাস ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ অপরাজিত থাকার পর গত রোববার লিগে নিচের দিকের দল সাউথ্যাম্পটনের মাঠে হেরেছিল আর্সেনাল। এরপর গত বুধবার লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হারে দলটি।

ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামা আর্সেনাল ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায়। মেসুত ওজিলের দূরের পোস্টে উঁচু করে বাড়ানো বল কাটব্যাকে পেনাল্টি স্পটের কাছে বাড়ান বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ। ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে বল জালে জড়ান পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আউবামেয়াংয়ের দ্বিতীয় গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় আর্সেনাল। ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের পাস ডি-বক্সে পেয়ে উঁচু কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান জানুয়ারিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা এই স্ট্রাইকার।

১২ গোল নিয়ে লিগের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং। ১ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মোহামেদ সালাহ।

৬৩তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে অতিথিরা। ডি-বক্সে আর্সেনালের খেলোয়াড়রা বেশ কয়েকবার বল বিপমদুক্ত করতে ব্যর্থ হলে ডান পায়ের শটে গোলটি করেন ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রিয়ার ফরোয়ার্ড অ্যাশলি বার্নস।

যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ৩-১ করে সব অনিশ্চয়তার ইতি টানেন আলেক্স আইওবি। গোলটিতে বড় কৃতিত্ব ওজিলের। দুজনকে কাটিয়ে জার্মান এই মিডফিল্ডারের নেওয়া শট একজনের পায়ে লেগে পেয়ে যান আইওবি। কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান লাকাজেতের বদলি নামা নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। 

১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।