ক্রিস্টাল প্যালেসের কাছে হারল সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে হারিয়েছে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 04:56 PM
Updated : 22 Dec 2018, 08:32 PM

শনিবার স্থানীয় সময় বিকালে ৩-২ গোলে জেতে প্যালেস। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল সিটি। গত সপ্তাহে এভারটনকে হারিয়ে জয়ের পথে ফেরা পেপ গুয়ার্দিওলার শিষ্যরা হেরে বসল আবার।

ঘরের মাঠে হারের স্বাদ পেয়েছে চেলসিও। স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে শিরোপা লড়াইয়ে থাকা দলটি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি। এবারের আসরে মাওরিসিও সাররির দলেরও ঘরের মাঠে এটা প্রথম পরাজয়।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা সিটি ২৭তম মিনিটে এগিয়ে যায়। ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফের দারুণ এক ক্রসে হেডে গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।

সিটির এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ধারার বিপরীতে ৩৩তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ঘানার ডিফেন্ডার জেফরি শ্লুপ।

এর দুই মিনিট পরেই অবিশ্বাস্য এক গোলে স্বাগতিকদের স্তব্ধ করে দেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। প্রতিপক্ষের একটি আক্রমণ ফেরাতে বের্নার্দো সিলভা হেড করলে বল চলে যায় টাউনসেন্ডের পায়ে। প্রায় ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির ভলিতে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন ইংলিশ এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্পট কিকে ব্যবধান বাড়ান ক্রিস্টাল প্যালেসের সার্বিয়ান মিডফিল্ডার লুকা মিলিভয়েভিচ। টাইনসেন্ডের হেড ক্রসবারে লাগার পরমুহূর্তে তাদের জার্মান মিডফিল্ডার মাক্স মায়ার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পয়েন্ট তালিকার পঞ্চদশ স্থানে থেকে খেলতে নামা দলটি।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকা সিটি ৭৬তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। লেরয় সানের বাঁকানো ফ্রি-কিকে বল পোস্টের বাইরের কানায় লাগে।

৮৫তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয় শেষের সম্ভাবনা জাগায় স্বাগতিকরা। ডান দিকের সাইড লাইনের কাছ থেকে চমৎকার এক ক্রস-শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ডেলফের বদলি নামা বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে।

কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি ব্রুইনের জোরালো হেড ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে চলতি লিগে ঘরের মাঠে প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে সিটি।

১৮ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে শুক্রবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-০ গোলে হারানো লিভারপুল।

এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ৩-১ গোলে হারানো আর্সেনালের পয়েন্টও ৩৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে উনাই এমেরির দল।