
ইউনাইটেড-আর্সেনাল রোমাঞ্চকর ড্র
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018 04:03 AM BdST Updated: 06 Dec 2018 04:09 PM BdST
দুইবার এগিয়ে গিয়েও ওল্ড ট্র্যাফোর্ডে লিগ ম্যাচে জয়খরা কাটাতে পারেনি আর্সেনাল। দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে উনাই এমেরির দল।
Related Stories
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল ইউনাইটেড।
শুরুর দিকে কোনো দলই গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। পঞ্চম মিনিটে ইউনাইটেডের মারকাস র্যাশফোর্ড, দ্বাদশ মিনিটে অঁতনি মার্সিয়ালের প্রচেষ্টা ব্যর্থ হয়।
চার মিনিট পর মার্সিয়াল সমতার হাসি ফেরান ইউনাইটেড সমর্থকদের মুখে। মার্কোস রোহোর ফ্রি কিক গোলরক্ষক বার্নড লেনো ফিস্ট করে ফেরানোর পর দ্রুত দৌড়ে গিয়ে এররেরা আড়াআড়ি বল বাড়ান। তড়িৎ টোকায় জাল খুঁজে নেন এই দিনে ২৩ বছর পূর্ণ করা ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।
তবে গোলটি নিয়ে বিতর্ক উঠতে পারে। টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন এররেরা। এমনকি গোলটির উৎস যে ফ্রি-কিকে, সেটাও বিতর্কিত সিদ্ধান্ত। বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে মাতেও গেনদুজি ফাউল না করলেও পড়ে গিয়ে ফ্রি কিক আদায় করেন মার্সিয়াল।
৬৮তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি; তবে রোহোর শেষ মুহূর্তে বিপদমুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি, উল্টো বল তার পা হয়ে জালে জড়ায়।
শেষ দিকে আর্সেনালের পিয়েরে এমেরিক-আউবামেয়াংয়ের প্রচেষ্টা দে হেয়া ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে জোসে মরিনিয়োর ইউনাইটেড।
মঙ্গলবার ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বুধবার বার্নলিকে ৩-১ গোলে হারানো লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাউথ্যাম্পটনকে ৩-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ২-১ গোলে হারা চেলসি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- চকবাজারের আগুনের সূত্রপাত কীভাবে
- ‘তুই বেঁচে আছিস!’
- টেস্ট দলে সৌম্য
- চুড়িহাট্টা ট্রাজেডি: শেষ ঠিকানা আজিমপুর
- যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল চকবাজারের আগুন
- অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল নবি
- প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ মিরপুরে
- চুড়িহাট্টার অগ্নিকাণ্ড: ক্যানেস্তারাগুলো কাজ করেছে ‘বোমার মত’
- নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
- বিশ্ব-রাজিথার দারুণ বোলিংয়ে আগ্রাসী ডি কক