ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় লিভারপুলের
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018 03:47 AM BdST Updated: 06 Dec 2018 04:10 PM BdST
এক গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। পরে তিন গোল করে বার্নলির মাঠ থেকে দাপুটে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
Related Stories
ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে বুধবার রাতে ৩-১ গোলে জেতা লিভারপুল ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লিভারপুল কোচ।
নিজেদের মাঠে ৫৪তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। কর্নারে একজন হেড করার পর গোলরক্ষক আলিসন ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সে জটলার মধ্য থেকে সুযোগ কাজে লাগান জ্যাক কর্ক।
৬২তম মিনিটে দিভোক ওরিগির তৈরি করে দেওয়া বল ডান পায়ের শটে জালে জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান জেমস মিলনার।
৬৬তম মিনিটে ওরিগির বদলি নামার তিন মিনিট পর লিভারপুলকে এগিয়ে নেন ফিরমিনো। ৬৯তম মিনিটে সতীর্থের ফ্রি কিক থেকে পাওয়া বল নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

মঙ্গলবার ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাউথ্যাম্পটনকে ৩-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার।
৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ২-১ গোলে হারা চেলসি।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করা আর্সেনালের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে উনাই এমেরির দল।
এভারটন, বোর্নমাউথ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ২৩ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে এভারটন ও বোর্নমাউথ।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল