বিদায় মেনে নিলেন উরুগুয়ের কোচ

ফ্রান্সের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়টা মেনে নিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস। তার নজর এখন ভবিষ্যতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2018, 06:16 PM
Updated : 6 July 2018, 09:57 PM

নিজনি নভগোরোদ স্টেডিয়ামে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারে গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় দাপট দেখানো উরুগুয়ে।

ম্যাচ শেষে দলটির কোচ অস্কার তাবারেস বলেন, "আমাদের স্বপ্ন শেষ হলো। তবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার মানে এই নয় যে, আমরা কোপা আমেরিকায় ভালো করতে পারব না। আমাদের নতুন স্বপ্ন আছে, যেগুলো সত্যি করার চেষ্টা করব আমরা।"

"আমরা দুঃখিত, আমরা এটা অনুভব করছি। তবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের আগেই ফুটবলে শীর্ষ অনেক দেশ বিদায় নিয়েছে। অতি নাটকীয়তার কিছু হয়নি, এটা আমাদের বাস্তবতা।"

ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে তাবারেস বলেন, "প্রথম ২০ মিনিটে আমরা অনেক শারীরিক প্রচেষ্টা দেখিয়েছি। তবে ফ্রান্সের যেসব দুর্বলতা ছিল সেগুলোর সুবিধা আমরা নিতে পারিনি।"

"ছেলেরা সবটুকু দিয়েছে। তবে ফ্রান্স ম্যাচটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। আমরা যা খেলেছি এর চেয়ে তারা ভালো খেলেছে। এটা আমি স্বীকার করি।"