সতীর্থদের নিয়ে গর্ব গদিনের

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হারলেও সতীর্থদের সমালোচনা করছেন না দিয়েগো গদিন। মারাত্মক ভুল করা গোলরক্ষক ফের্নান্দো মুসলেরার পাশেও দাঁড়াচ্ছেন উরুগুয়ের অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2018, 05:41 PM
Updated : 6 July 2018, 09:57 PM

নিজনি নভগোরোদ স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে রাফায়েল ভারানে ও অতোঁয়ান গ্রিজমানের গোলে ২-০ ব্যবধানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় উরুগুয়ে। ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে গর্বের কথা জানান গদিন।

“আমি আমার সতীর্থদের নিয়ে গর্বিত-তারা সিংহের মতো খেলেছে।”

“আমরা এমন একটা দল যারা ম্যাচে এবং অনুশীলনে সবটুকু দেই। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার কাছে এই একটা শব্দই আছে।”

ভারানের হেডে এগিয়ে যাওয়া ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করে ‍মুসলেরার ভুলে। গ্রিজমানের দূরপাল্লার শট ঠিকমতো ফেরাতে না পারায় বল তার আঙুল গলে জালে জড়ায়। ভুলের জন্য গোলরক্ষকের সমালোচনাও করেননি গদিন।

“ফের্নান্দো একজন দারুণ গোলরক্ষক…আমরা সবাই ভুল করি। বিভিন্ন সময়ে দুর্দান্ত সেভ করে সে আমাদের উদ্ধারও করেছে।”