‘আর্জেন্টিনা দলে আগুয়েরোর দরজা খোলা’

আর্জেন্টিনা দলে সের্হিও আগুয়েরোর দরজা এখনও খোলা আছে বলে জানিয়েছেন, কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 11:26 AM
Updated : 8 June 2017, 04:18 PM

মেলবোর্নে শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গেও ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটিতে দলে রাখা হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোকে। তার জায়গায় বেছে নেওয়া হয়েছে ইন্টার মিলানের ফরোয়ার্ড মাওরো ইকার্দিকে। 

তবে দলে আগুয়েরোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সাম্পাওলি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে সত্যিকার অর্থেই আমরা তাকে মূল্যায়ন করি। ক্লাবগুলোর হয়ে সে দারুণ করেছে, বিশেষ করে সিটিতে।”

আক্রমণভাগের এই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা বসবেন বলে জানালেন আর্জেন্টিনার নবনিযুক্ত কোচ।

“তিন বা চার জন খুব ভালো খেলোয়াড় থেকে মাত্র দুইজন বাছাই করাটা খুবই কঠিন।”

আর্জেন্টিনার হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৩টি গোল করা আগুয়েরো বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ খেলে গোল করতে পারেননি একটিও।

জাতীয় দলের জার্সিতে আগুয়েরো সর্বশেষ গোল করেছিলেন গত বছরের জুনে। ২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে এই একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।