
‘আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের অভাব বোধ করবে ব্রাজিল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2017 04:01 PM BdST Updated: 08 Jun 2017 10:18 PM BdST
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল তাদের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের অনুপস্থিতি টের পাবে বলে মনে করেন কোচ হোর্হে সাস্পাওলি।
মেলবোর্নে শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি।
আর্জেন্টিনা দলে আছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। কিন্তু ব্রাজিল দলের পরিকল্পনায় রাখা হচ্ছে না মেসির ক্লাব সতীর্থ নেইমারকে। বিশ্রাম দেওয়া হয়েছে তারকা এই ফরোয়ার্ডকে।
এদগার্দো বাউসার স্থলাভিষিক্ত হওয়ার পর এটাই হবে সাম্পাওলির প্রথম ম্যাচ। আর্জেন্টিনা কোচের বিশ্বাস, নেইমারকে ছাড়া ব্রাজিলের সেরাটা নাও দেখা যেতে পারে। তবে গাব্রিয়েল জেসুস, ফিলিপে কৌতিনিয়ো, দগলাস কস্তাসহ প্রতিপক্ষ দলের অন্যান্য খেলোয়াড়দের হালকাভাবে নিচ্ছেন না তিনি।
নেইমার প্রসঙ্গে সাংবাদিকদের সাম্পাওলি বলেন, “সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। নিশ্চিতভাবে, সে বিশ্বের সেরাদের একজন। তাই ব্রাজিল এই অভাব বোধ করবে।”
“যাহোক, ব্রাজিলের অনেক ভালো খেলোয়াড় আছে, যারা দলের পারফরম্যান্স মেলে ধরতে সক্ষম। তাকে (নেইমারকে) ছাড়াও তারা অনেক ভালো করতে পারে।”
এই সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলেসাওদের বিপক্ষে ম্যাচ খেলে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে মেসিরা।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- ‘বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে এগুলো করেছিলাম’
- জীবনে প্রথম সংসদে ঢুকে ‘অভিভূত’ সুবর্ণা মুস্তাফা
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়
- সাব্বিরের সেঞ্চুরিতেও বাংলাদেশের বড় হার
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- মনোনয়নের জন্য দুবাই প্রবাসীর ‘লন্ডনে টাকা ঢালার’ ঘটনা বললেন প্রধানমন্ত্রী
- দুঃসময় কাটিয়ে ফেরা সাব্বিরের প্রথম সেঞ্চুরি