‘মেসি মেসিই, আমি পাওলো দিবালা’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2017 04:32 PM BdST Updated: 12 Apr 2017 08:08 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে দ্যুতি ছড়ানোর পর তাকে নিয়ে উচ্ছ্বাস সবার। তবে নিজেকে কোনোভাবেই লিওনেল মেসির সমপর্যায়ের ভাবছেন না ইউভেন্তুস তারকা পাওলো দিবালা। তার কাছে, মেসি মেসিই, অনন্য।
মঙ্গলবার রাতে ইউভেন্তুস স্টেডিয়ামে প্রতিযোগিতাটির শেষ আটের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় ইউভেন্তুস।
প্রথমার্ধে জোড়া গোল করে এই জয়ে বড় অবদান রাখেন দিবালা। অপর গোলটি করেন জর্জো কিয়েল্লিনি।
২০১৫ সালে পালেরমো থেকে ইউভেন্তুসে নাম লেখানো দিবালা দুর্দান্ত ফর্মে আছেন। চলতি মৌসুমে সেরি আ চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৬টি গোল করেছেন আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড।
জাতীয় দলে আক্রমণভাগে মেসির সতীর্থ দিবালাকে আর্জেন্টিনার আগামীর তারকা মনে করা হয়। মঙ্গলবারের ম্যাচ জয়ে দিবালার অবদান অনেকের নজর কাড়ছে। ইউভেন্তুস গোলরক্ষক জানলুইজি বুফ্ফন তো বলেই দিয়েছেন, এই ফরোয়ার্ডকে বিশ্বসেরা তিন খেলোয়াড়ের একজন বিবেচনা করা যেতে পারে।
কিন্তু এসব তুলনা আমলে নিচ্ছেন না দিবালা। টিভিথ্রিকে তিনি বলেন, “মেসি মেসিই, একজনই যে বার্সেলোনার হয়ে খেলে।”
“আমি পাওলো, আমি সুখী। কিন্তু আমরা জানি যে, এখানেই এটা শেষ হবে না এবং কাম্প নউয়ে এটা (ফিরতি লেগ) সহজ হবে না।”
“মুহূর্তগুলো আমি উদযাপন করার চেষ্টা করছি এবং কী ঘটতে যাচ্ছে এটা নিয়ে আমি ভাবছি না। জয় পেতে যতটা সম্ভব আমি সবকিছু করবো।”
সংবাদ মাধ্যমের খবর, ২৩ বছর বয়সী দিবালার প্রতি নজর আছে বার্সেলোনার। কিন্তু দিবালা জানালেন, শিগরিই ইউভেন্তুসের সঙ্গে নতুন চুক্তি করবেন। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২০ সাল পর্যন্ত।
“আমি ইউভেন্তুসে অনেক সুখী। আমার চুক্তি নবায়ন খুবই কাছে এসে পড়েছে। আমাকে মানুষ খুব পছন্দ করে। আমি ভক্তদের আরও বেশি আনন্দ দেব।”
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো