লিওঁকে হারিয়ে শীর্ষেই থাকল ইউভেন্তুস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইউভেন্তুস। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেও অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়েছে ২০১৪-১৫ মৌসুমের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 09:18 PM
Updated : 18 Oct 2016, 10:13 PM

মঙ্গলবার রাতে ইউভেন্তুসের জয়ের নায়ক হুয়ান কুয়াদরাদো। ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবলে ইউভেন্তুস আত্মবিশ্বাস শুরু করলেও প্রথম সুযোগ পায় লিওঁ। তবে ছয় গজ বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার দিয়াখাবির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫তম মিনিটে কঠিন হলেও ইউভেন্তুসকে এগিয়ে নেওয়ার প্রথম সুযোগটা পান শুরু থেকে অনুজ্জ্বল গনসালো হিগুয়াইন; কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন।

৩৪তম মিনিটে জানলুইজি বুফ্ফনের দারুণ নৈপুণ্যে বড় বাঁচা বেঁচে যায় ইউভেন্তুস। ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি নিজেদের ডি বক্সে দিয়াখাবিকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ফরাসি ফরোয়ার্ড আলেকসান্দ লাকাজেতের জোরালো স্পটকিক ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কাটা খায় ইউভেন্তুস; ৫৪তম মিনিটে ফরাসি মিডফিল্ডার মারিও লেমিনা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

১০ জন নিয়ে খেলা ইউভেন্তুস ৭৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায়। দানি আলভেসের পাস ধরে এগিয়ে গিয়ে দুরুহ কোণ থেকে বল জালে জড়ান কলম্বিয়ার মিডফিল্ডার কুয়াদরাদো।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইউভেন্তুস। আরেক ম্যাচে দিনামো জাগরেবকে একই ব্যবধানে হারানো সেভিয়ার পয়েন্টও ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।