অলিম্পিক ইতিহাসে ফিজির প্রথম সোনা রাগবি সেভেনে

ফিজিকে অলিম্পিক ইতিহাসের প্রথম সোনার পদক এনে দিয়েছে ছেলেদের রাগবি সেভেন দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 09:14 AM
Updated : 12 August 2016, 09:14 AM
রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে ফাইনালে যুক্তরাজ্যকে ৪৩-৭ ব্যবধানে হারায় প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি।

অলিম্পিকের নতুন ক্রীড়া রাগবি সেভেনের মেয়েদের ইভেন্টের সোনা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রতিবেশী নিউ জিল্যান্ডকে ২৪-১৭ পয়েন্টে হারিয়েছে তারা।

রাগবি শেষবার অলিম্পিকে ছিল ১৯২৪ সালে প্যারিসে। রিও অলিম্পিকেই রাগবির সংক্ষিপ্ত ও দ্রুততর সংস্করণ রাগবি সেভেনের যাত্রা শুরু। দুই অর্ধে সাত মিনিট করে মাত্র ১৪ মিনিটের ম্যাচ। প্রতি দলে থাকে সাত জন করে খেলোয়াড়।