ইংলিশ ফুটবল
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন আর্লিং হলান্ড।
Published : 01 Sep 2024, 12:33 AM
প্রতিপক্ষের ডি-বক্সে, সপ্তাহের ব্যবধানে আরও একবার আর্লিং হলান্ডের ভয়ঙ্কর রূপ দেখল ফুটবল বিশ্ব। শুরুতে নিশ্চিত একটি সুযোগ নষ্টের হতাশা দূর করতে যেন তেতে উঠলেন তিনি, আবারও করলেন হ্যাটট্রিক। তার অসাধারণ নৈপুণ্যে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। চ্যাম্পিয়নদের সেভাবে ভাবাতেই পারেনি স্বাগতিকরা। তাদের একমাত্র গোলটি আসে সিটির আত্মঘাতী থেকে।
আগের ম্যাচে ইপ্চউইচ টাউনের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা হলান্ড ওয়েস্ট হ্যামের জালে শুরুতেই বল পাঠানোর সুবর্ণ সুযোগ পেয়ে যান। বাইলাইন থেকে বের্নার্দো সিলভার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
দ্বিতীয় সুযোগে আর ব্যর্থ হননি হলান্ড। দশম মিনিটে প্রতিপক্ষের দুবর্লতায় বল ধরেই সামনে বাড়ান সিলভা। আর নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের স্ট্রাইকার। লিগে তিন ম্যাচেই জালের দেখা পেলেন তিনি।
প্রতিপক্ষের প্রবল আক্রমণে ভেসে যাওয়ার অবস্থা হয় ওয়েস্ট হ্যামের। অষ্টাদশ মিনিটে ভাগ্যের জোরে দ্বিতীয় গোল হজম থেকে বেঁচে যায় তারা; কেভিন ডে ব্রুইনের শট বাধা পায় পোস্টে।
পরের মিনিটে প্রতিপক্ষের দুর্ভাগ্যে গোলও পেয়ে যায় স্বাগতিকরা। ডান দিক দিয়ে আক্রমণ শাণিয়ে বক্সে ঢুকে গোলমুখে ক্রস বাড়ান জ্যারড বোয়েন, তবে ডিফেন্ডার রুবেন দিয়াসের পায়ে লেগে বল চলে যায় জালে।
৩০তম মিনিটে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠেন হলান্ড এবং ফের এগিয়ে যায় সিটি। ডি-বক্সে চার সতীর্থের পা ঘুরে, সবশেষ রিকো লুইসের পাস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জায়গা বানিয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন হলান্ড।
প্রথমার্ধে গোলের জন্য ১৬টি শট নেওয়া সিটির বিরতির পরের খেলায় কিছুটা গতি কমে আসে। সেই সুযোগে পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে ওয়েস্ট হ্যাম। তবে, সিটির দাপট সামলে পাল্টা আঘাত হানার মতো কিছু করতে পারেনি তারা।
বরং ৮৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হলান্ড। মাঝমাঠ থেকে মাথেউস নুনেসের থ্রু বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, দুই টোকায় বক্সে বাড়িয়ে তৃতীয় ছোঁয়ায় নিচু শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী তারকা।
গত দুই আসরে গোল্ডেন বুট জয়ীর এবার গোল হলো ৭টি। সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২ ম্যাচে তার গোল হলো ৯৭টি; এর ৭০টি প্রিমিয়ার লিগে, ৬৯ ম্যাচে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে হলান্ডের হ্যাটট্রিক হলো মোট ২৪টি। তার মধ্যে সিটির জার্সিতে ১১টি।
হলান্ডের নৈপুণ্যে তার দল সিটিও দারুণ এক রেকর্ড গড়ল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সবচেয়ে বেশি (৪৩) হ্যাটট্রিকের মালিক ম্যানচেস্টার সিটি।
একেবারে শেষ সময়ে আরেকবার ব্যবধান কমানোর সুযোগ আসে ওয়েস্ট হ্যামের সামনে। তবে, সামারভিলের কোনাকুনি শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে রুখে দেন এদেরসন।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি।
দিনের প্রথম ম্যাচে ব্রাইটনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করে আর্সেনাল। দল দুটির পয়েন্ট সমান ৭ করে।